পুরো বছর জুড়ে তারকারা যেমন তাদের ভালো কাজ দিয়ে মানুষের মন জয়
করেছেন তেমনি অনেকে নানা বিতর্কেরও জন্ম
দিয়েছেন। শোনা গেছে
নানা গুজবও। অনেকেই শিকার হয়েছেন নানা স্ক্যান্ডালের। ২০১৩ সালের স্ক্যান্ডাল নিয়েই আমাদের এই আয়োজন।
মীমের সেক্স ভিডিও
বছরের মাঝামাঝিতে হঠাৎ করেই প্রকাশিত হয়ে পড়ে লাক্স তারকা বিদ্যা সিনহা মীমের সেক্স ভিডিও। ওয়েস্ট ইন্ডিজের এক কৃষ্ণকায় ক্রিকেটারের সাথে তিনি সেক্স করেন। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সকলের মোবাইলে মোবাইলে।
উল্লেখ্য, বিপিএলের খেলা চলাকালীন সময়ে দল মালিকেরা বিদেশি খেলোয়াড়দের মনোরঞ্জন করার জন্য এদেশের মডেল ও তারকাদের ভাড়া করেন।
মীম ছাড়াও বিন্দুর নামেও প্রচলিত আছে যে, তিনিও ভাড়া হয়েছিলেন। তবে আর কারো সেক্স ভিডিও প্রকাশিত না হলেও মীমেরটি প্রকাশ পায় এবং ভিডিওটিতে মীমকে খুব স্বতঃস্ফুর্তভাবে ওই ক্রিকেটারের সাথে সেক্স করতে দেখা যায়।
ফেসবুকে মেহজাবিনের পর্ণ
আগষ্ট মাসের দিকে হঠাৎ মেহজাবিনের নামে একটি পর্ণভিডিও ছাড়া হয়। এটা নিয়ে উত্তেজনা যখন চরমে তখন জানা গেল যে ওটা আসলে মেহাজাবিনের পর্ণ নয়। মেহজাবিনের মতো দেখতে একটা মেয়ের পর্ণ ভিডিও ছাড়া হয়েছিল। এ বিষয়ে মেহজাবিন তখন বলেছিলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এক শ্রেণীর অসাধু মানুষ এই পর্ণভিডিও ছেড়েছে।
ব্যবসায়ীর সঙ্গে সারিকার গোপন সম্পর্ক
এ বছরের মাঝামাঝিতে এসে হঠাৎ সারিকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন শোনা গিয়েছিল যে, সারিকা এক ব্যবসায়ীর সাথে গোপন সম্পর্কে লিপ্ত ও সেই ব্যবসায়ীকে বিয়ে করেছেন। এ কারণে আর মিডিয়ায় কাজ করছেন না।
অন্যদিকে সারিকার নামে এও শোনা যাচ্ছিল যে, সারিকা ইয়াবা ও অনৈতিক জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু বছরের শেষের দিকে এসে সারিকার মা মিডিয়ার কাছে সারিকার নেশাগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, ও এখন চিকিৎসাধীন। পরে তিনিই কথা ঘুরিয়ে বলেন সারিকা পরীক্ষাজনিত কারণে অভিনয় করছেন না।
তবে এরপরে সারিকা নিজেই মুখ খোলেন এবং বলেন মিডিয়ার কয়েকজন পরিচালকের অনৈতিক প্রস্তাবের ফলেই মিডিয়া ছেড়ে দিয়েছেন। সারিকার রহস্যের এখনো কোনো সুরাহা হয়নি।
মীমের সেক্স ভিডিও
বছরের মাঝামাঝিতে হঠাৎ করেই প্রকাশিত হয়ে পড়ে লাক্স তারকা বিদ্যা সিনহা মীমের সেক্স ভিডিও। ওয়েস্ট ইন্ডিজের এক কৃষ্ণকায় ক্রিকেটারের সাথে তিনি সেক্স করেন। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সকলের মোবাইলে মোবাইলে।
উল্লেখ্য, বিপিএলের খেলা চলাকালীন সময়ে দল মালিকেরা বিদেশি খেলোয়াড়দের মনোরঞ্জন করার জন্য এদেশের মডেল ও তারকাদের ভাড়া করেন।
মীম ছাড়াও বিন্দুর নামেও প্রচলিত আছে যে, তিনিও ভাড়া হয়েছিলেন। তবে আর কারো সেক্স ভিডিও প্রকাশিত না হলেও মীমেরটি প্রকাশ পায় এবং ভিডিওটিতে মীমকে খুব স্বতঃস্ফুর্তভাবে ওই ক্রিকেটারের সাথে সেক্স করতে দেখা যায়।
ফেসবুকে মেহজাবিনের পর্ণ
আগষ্ট মাসের দিকে হঠাৎ মেহজাবিনের নামে একটি পর্ণভিডিও ছাড়া হয়। এটা নিয়ে উত্তেজনা যখন চরমে তখন জানা গেল যে ওটা আসলে মেহাজাবিনের পর্ণ নয়। মেহজাবিনের মতো দেখতে একটা মেয়ের পর্ণ ভিডিও ছাড়া হয়েছিল। এ বিষয়ে মেহজাবিন তখন বলেছিলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এক শ্রেণীর অসাধু মানুষ এই পর্ণভিডিও ছেড়েছে।
ব্যবসায়ীর সঙ্গে সারিকার গোপন সম্পর্ক
এ বছরের মাঝামাঝিতে এসে হঠাৎ সারিকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন শোনা গিয়েছিল যে, সারিকা এক ব্যবসায়ীর সাথে গোপন সম্পর্কে লিপ্ত ও সেই ব্যবসায়ীকে বিয়ে করেছেন। এ কারণে আর মিডিয়ায় কাজ করছেন না।
অন্যদিকে সারিকার নামে এও শোনা যাচ্ছিল যে, সারিকা ইয়াবা ও অনৈতিক জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু বছরের শেষের দিকে এসে সারিকার মা মিডিয়ার কাছে সারিকার নেশাগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, ও এখন চিকিৎসাধীন। পরে তিনিই কথা ঘুরিয়ে বলেন সারিকা পরীক্ষাজনিত কারণে অভিনয় করছেন না।
তবে এরপরে সারিকা নিজেই মুখ খোলেন এবং বলেন মিডিয়ার কয়েকজন পরিচালকের অনৈতিক প্রস্তাবের ফলেই মিডিয়া ছেড়ে দিয়েছেন। সারিকার রহস্যের এখনো কোনো সুরাহা হয়নি।

0 comments: