Sunday, 24 August 2014

দেশি মিডিয়ায় অত্যন্ত বিতর্কিত ৬ নায়িকা (দেখুন ছবিতে)


মিডিয়া মানেই নানান আলোচনা আর সমালোচনার যায়গাতারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই একটু বেশিই মাতামাতি হয় মিডিয়াতেআর তাই মিডিয়ার জালে জড়িয়ে অনেক তারকাই হয়ে যান বিতর্কিতবাংলাদেশের বিনোদন জগতের এমনই ৬ সুন্দরী নায়িকার সম্পর্কে জেনে নিন ছবিতে


শখ
মডেলিং এর শুরুতেই হুট করেই জনপ্রিয়তা পেয়ে যান এই তারকাতার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায় বাংলালিঙ্কের বিজ্ঞাপনের মাধ্যমেকিন্তু হঠাৎ তার একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পরে ফেসবুকেভিডিওটি নিয়ে অনেকেরই আছে অনেক দ্বিধাদ্বন্দ্বকেউ বলেছেন সেটা শখ আবার কেউ বলেছেন শখের মত দেখতে অন্য কেউএছাড়াও শিডিউল নিয়ে প্রায়ই বেশ অবহেলা করেন শখ যা সবাইকেই বেশ বিরক্তিকর পরিস্থিতিতে ফেলেছে


সারিকা
শখের প্রায় সমসাময়িক সময়েই গ্ল্যামার জগতে পা রেখেছেন বাবা মায়ের একমাত্র কন্যা সারিকাসুন্দরী এই তারকা জড়িয়েছেন একের পর এক বিতর্কেবার বারই সম্পর্কের ভাঙা গড়া,সিডিউল ফাকি দেয়া, ইয়াবা আসক্তি এবং বিয়ের গুঞ্জনের কারণে তাকে নিয়ে সৃষ্টি হয়েছে অনেক বিতর্কের


নওশিন
শুরুটা করেছিলেন রেডিও জকি হিসেবেএরপর অভিনয় ও মডেলিং জগতে এসেছেন নওশিনআগের ঘর ভাঙ্গার পরে হিল্লোলের সাথে সম্পর্ক গড়ে বিয়েও করেছেন তিনি তার পরেও তাকে নিয়ে আছে নানা বিতর্ক


তিন্নি
মডেলিং এ খুব দ্রুত সাফল্য অর্জন করেছেন তিন্নিকিন্তু নিজের উশৃঙ্খল আচরণ, অপেশাদার আচরণ, ইয়াবা সেবন, হিল্লোলের সাথে নগ্ন ভিডিও, সংসার ভাঙা ইত্যাদি নিয়ে বিতর্কিত হয়ে নিজের ক্যারিয়ার কে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এই তারকাবর্তমানে মিডিয়ায় তার আনাগোনা একেবারেই নেই বললেই চলে


বিন্দু
বিন্দুকে নিয়েও আছে নানান বিতর্কএকেরপর এক সম্পর্ক গড়া এবং সেটা ভেঙ্গে ফেলা যেন নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে বিন্দুরসেই সঙ্গে নিজের উশৃংখলতার জন্যও যথেষ্ট সমালোচিত হয়েছেন তিনি


প্রভা
বিনোদন জগতের বিতর্কিত নাম গুলোর মধ্যে অন্যতম হলো প্রভাপ্রথমে রাজিবের সাথে এনগেজমেন্ট ভেঙ্গে যাওয়া, এরপর পালিয়ে অপূর্বকে বিয়ে করা, নগ্ন ভিডিও প্রকাশ, শান্তকে বিয়ে এবং বিয়ের পরে আবারও উশৃংখল আচরণের কারণে প্রচন্ড বিতর্কিত হয়েছেন এই তারকা



 






SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: