ছেলেবেলায় সবাই যেমনই
থাকুক বড় হওয়ার সঙ্গে চেহারা পরিবর্তিত হয়ে যায়। বলিউডের সুপারহিট নায়িকা ক্যাটরিনা কাইফ, দীপিকা
পাড়ুকোন, কারিনা কাপুর, প্রিয়াংকা চোপড়া, আনুশকা শর্মা, সোনম কাপুর, আলিয়া ভাট ও আয়েশা টাকিয়া। তাদের ছেলেবেলার চেহারা কেমন ছিল? যমুনা নিউজের
পাঠকদের জন্য তা তুলে ধরা হল-
১.দীপিকা পাড়ুকোন(জন্ম : ৫ জানুয়ারি, ১৯৮৬ কোপেনহেগেন, ডেনমার্ক): দীপিকা বলিউড অভিনেত্রী ও সাবেক মডেল। তিনি প্রধানত বলিউড এবং পাশাপাশি তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছন। ২০০৬ সালে কন্নড় চলচ্চিত্র ঐশ্বরিয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু।
২.ক্যাটরিনা কাইফ (জন্ম : ১৬ জুলাই, ১৯৮৪): ভারতীয় বংশোদ্ভূত সাবেক মডেল তারকা, যিনি বলিউডে অভিনয় করছেন। এ ছাড়াও তিনি তেলেগু, মালয়ালম ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছন। ইস্টার্ন আই সাময়িকীর পাঠকদের ভোটে বিশ্বে সবচেয়ে যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পর পর তিন বছর নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কর্ম ভিসা নিয়ে ভারতে কাজ করছেন।
৩.প্রিয়াংকা চোপড়া(জন্ম : ১৮ জুলাই, ১৯৮২):
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা ২০০০ সালে মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়।
৪.আনুশকা শর্মা(জন্ম : ১ মে, ১৯৮৮): আনুশকা একজন বলিউড অভিনেত্রী ও সাবেক মডেল। ২০০৮ সালে যশ রাজ ফিল্মসের এর ফলে চোপড়া এর রব নে বানা দে জোড়ি ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে।
৫.কারিনা কাপুর (জন্ম : ২১ সেপ্টেম্বর, ১৯৮০):
কারিনা অভিনেতা রনধির কাপুর ও ববিতা কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন।
৬. সোনম কাপুর(জন্ম : ৯ জুন, ১৯৮৫):
সোনম কাপুর ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে সাওয়ারিয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু হয়।
৭.আলিয়া ভাট(জন্ম : ১৫ মার্চ, ১৯৯৩):
বলিউড অভিনেত্রী আলিয়ার অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে ২০১২ সালে করন জোহরের রোমান্টিক কমেডি স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রের মাধ্যমে।
৮. সোনাক্ষী সিনহা(জন্ম : ২ জুন, ১৯৮৭):
বিহারে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী সোনাক্ষী ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
১.দীপিকা পাড়ুকোন(জন্ম : ৫ জানুয়ারি, ১৯৮৬ কোপেনহেগেন, ডেনমার্ক): দীপিকা বলিউড অভিনেত্রী ও সাবেক মডেল। তিনি প্রধানত বলিউড এবং পাশাপাশি তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছন। ২০০৬ সালে কন্নড় চলচ্চিত্র ঐশ্বরিয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু।
২.ক্যাটরিনা কাইফ (জন্ম : ১৬ জুলাই, ১৯৮৪): ভারতীয় বংশোদ্ভূত সাবেক মডেল তারকা, যিনি বলিউডে অভিনয় করছেন। এ ছাড়াও তিনি তেলেগু, মালয়ালম ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছন। ইস্টার্ন আই সাময়িকীর পাঠকদের ভোটে বিশ্বে সবচেয়ে যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পর পর তিন বছর নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কর্ম ভিসা নিয়ে ভারতে কাজ করছেন।
৩.প্রিয়াংকা চোপড়া(জন্ম : ১৮ জুলাই, ১৯৮২):
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা ২০০০ সালে মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়।
৪.আনুশকা শর্মা(জন্ম : ১ মে, ১৯৮৮): আনুশকা একজন বলিউড অভিনেত্রী ও সাবেক মডেল। ২০০৮ সালে যশ রাজ ফিল্মসের এর ফলে চোপড়া এর রব নে বানা দে জোড়ি ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে।
৫.কারিনা কাপুর (জন্ম : ২১ সেপ্টেম্বর, ১৯৮০):
কারিনা অভিনেতা রনধির কাপুর ও ববিতা কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন।
৬. সোনম কাপুর(জন্ম : ৯ জুন, ১৯৮৫):
সোনম কাপুর ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে সাওয়ারিয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু হয়।
৭.আলিয়া ভাট(জন্ম : ১৫ মার্চ, ১৯৯৩):
বলিউড অভিনেত্রী আলিয়ার অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে ২০১২ সালে করন জোহরের রোমান্টিক কমেডি স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রের মাধ্যমে।
৮. সোনাক্ষী সিনহা(জন্ম : ২ জুন, ১৯৮৭):
বিহারে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী সোনাক্ষী ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

0 comments: