অন্তঃস্বত্ত্বা পপস্টার ক্রিশ্চিনা অগুইলেরা তাঁর ‘বেবি বাম্প’ দেখাতে এবার নগ্ন হলেন প্রকাশ্যে। তাঁর সেই ছবি ছাপা হয়েছে একটি ম্যাগাজিনে। সেই
ম্যাগাজিন সূত্রে জানা গেছে ৩৩বছর
বয়সি গায়িকা একাধিক ছবিতে তাঁর শরীরের ‘কার্ভ’ ও ‘বেবি বাম্প’ দেখিয়েছেন। একটি সাদা কালো ছবিতে এই পপস্টারকে দেখা গেছে তাঁর শরীরী ভাষা প্রদর্শন করতে। গায়িকার ভাষায় সন্তান জন্মের
আগে তিনি বাচ্চার পেটের ভেতর বেড়ে
ওঠার প্রতিটিমুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে চান, তাই এধরণের ছবি তুলেছেন তিনি।
তিনি আরও বলেন, একজন নারী হিসেবে তিনি নির্ভয়, নির্দ্বিধায় তাঁর জীবনের,শরীরের
প্রতিটি পরিবর্তনের মুহূর্তকে ধরে রাখতে চান, সকলকে দেখাতে চান। এরজন্য তিনি কোনও লজ্জা বোধ
করেন না। কারণ প্রত্যেক
নারীর জীবনে মাতৃত্ব একটা বড় সত্যি ও বাস্তব। দেহের
সেইসময়ের পরিবর্তনকে স্বাভাবিক নিয়মে মেনে নেওয়াটাকেই তিনি
স্বাভাবিক মনে করেন। পপগায়িকাকে
দ্বিতীয়বারের জন্যে মা হতে চলেছেন। ‘দ্য ভয়সে’-এর প্রতিষ্ঠাতার এর আগে তাঁর
প্রাক্তন স্বামীর থেকে একটি ছয় বছরের সন্তান আছে।

0 comments: