হলিউডের সিনেমায় চুম্বন দৃশ্য খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু ভারতীয় উপমহাদেশের সিনেমায় চুম্বনের দৃশ্য ধারণ এখনো বেশ একটা সাহসিক ব্যাপার। আর সেই চুম্বনের দৃশ্যটাকে বিশ্বাসযোগ্য ও আবেগঘন করে উপস্থাপন করাটাও আরও কঠিন। দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে বলিউডের সর্বকালের সেরা চুম্বন দৃশ্যের এক তালিকা। আসুন জেনে নেয়া যাক সেই তালিকার প্রথম ৫টি। বাকি ৫টি থাকবে আগামী পর্বে।
১। Jab Tak Hai Jan সিনেমায় শাহরুখ-ক্যাটরিনা:
২। Dhoom 2 সিনেমায় ঐশ্বরিয়া-হৃত্বিক:
ধুম টু এর আগে ঐশ্বরিয়া রাইকে দেখা গিয়েছিলো Kyun Ho Gaya Na সিনেমায় তার সাবেক প্রেমিক বিবেক ওবেরয়কে চুম্বন করার দৃশ্যে । কিন্তু হৃত্বিকের সাথে এই চুম্বনের দৃশ্য বেশ আলোড়ন সৃষ্টি করে কারণ এ্যাশ ততোদিনে বাঁধা পড়ে গিয়েছিলেন বচ্চন পরিবারের সাথে। বচ্চন পরিবার এই বিষয়টা কীভাবে নেবে তাই ছিলো মিডিয়ার গুঞ্জন।৩। Aashiq Banaya Aapne সিনেমায় ইমরান হাসমি ও তনুশ্রী দত্ত:
সিরিয়াল
কিসার হিসেবে পরিচিত ইমরান হাশমি মার্ডার সিনেমার মধ্য দিয়েই চলে এসেছিলেন
সমালোচনায় কিন্তু Aashiq Banaya Aapne সিনেমায় তনুশ্রীর সাথে তার চুম্বন
দৃশ্য আলোড়ন তোলে বলিউডে।
৪। Khwahish সিনেমায় মল্লিকা শেরওয়াত ও হিমাংশু মালিক:
মল্লিকা
শেরওয়াত বলিউডে সিরিয়াল কিসার নারী হিসেবে পরিচিত। Khwahish সিনেমায় হিমাংশু মালিকের সাথে ১৭ টি চুম্বন দৃশ্যে অভিনয়
করেছিলেন।






0 comments: