Friday, 4 July 2014

বলিউডে সর্বাধিক বিতর্কিত ০৫ চুম্বন দৃশ্য - ০১



হলিউডের সিনেমায় চুম্বন দৃশ্য খুবই স্বাভাবিক বিষয়কিন্তু ভারতীয় উপমহাদেশের সিনেমায় চুম্বনের দৃশ্য ধারণ এখনো বেশ একটা সাহসিক ব্যাপারআর সেই চুম্বনের দৃশ্যটাকে বিশ্বাসযোগ্য ও আবেগঘন করে উপস্থাপন করাটাও আরও কঠিন দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে বলিউডের সর্বকালের সেরা চুম্বন দৃশ্যের এক তালিকাআসুন জেনে নেয়া যাক সেই তালিকার প্রথম ৫টিবাকি ৫টি থাকবে আগামী পর্বে

Jab Tak Hai Jan সিনেমায় শাহরুখ-ক্যাটরিনা:

এই ছবিতে শাহরুখ-ক্যাটরিনার চুম্বন দৃশ্যটি ১ নম্বরে রয়েছেশাহরুখকে পর্দায় এর আগে কখনো চুম্বনের দৃশ্যে দেখা না গেলেও ক্যাটরিনাকে বহুবার দেখা গেছেতবে দর্শক শাহরুখ-ক্যাটরিনার রসায়নই উপভোগ করেছে বেশি

Dhoom 2 সিনেমায় ঐশ্বরিয়া-হৃত্বিক:

ধুম টু এর আগে ঐশ্বরিয়া রাইকে দেখা গিয়েছিলো Kyun Ho Gaya Na সিনেমায় তার সাবেক প্রেমিক বিবেক ওবেরয়কে চুম্বন করার দৃশ্যে কিন্তু হৃত্বিকের সাথে এই চুম্বনের দৃশ্য বেশ আলোড়ন সৃষ্টি করে কারণ এ্যাশ ততোদিনে বাঁধা পড়ে গিয়েছিলেন বচ্চন পরিবারের সাথেবচ্চন পরিবার এই বিষয়টা কীভাবে নেবে তাই ছিলো মিডিয়ার গুঞ্জন

Aashiq Banaya Aapne সিনেমায় ইমরান হাসমি ও তনুশ্রী দত্ত:

সিরিয়াল কিসার হিসেবে পরিচিত ইমরান হাশমি মার্ডার সিনেমার মধ্য দিয়েই চলে এসেছিলেন সমালোচনায় কিন্তু Aashiq Banaya Aapne সিনেমায় তনুশ্রীর সাথে তার চুম্বন দৃশ্য আলোড়ন তোলে বলিউডে

Khwahish সিনেমায় মল্লিকা শেরওয়াত ও হিমাংশু মালিক:

মল্লিকা শেরওয়াত বলিউডে সিরিয়াল কিসার নারী হিসেবে পরিচিতKhwahish সিনেমায় হিমাংশু মালিকের সাথে ১৭ টি চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলেন

‘Hay Ram!’ ছবিতে রানী মূখার্জি ও কমল হাসান:

যদিও কমল হাসান আর রানী মূখার্জির চুম্বন দৃশ্যটি ছিলো ম্যাকানিকেল, তারপরও তাদের অভিনয় এক অদ্ভুত রসায়ন তৈরি করেছিলোবিশেষ করে রানীর অভিনয় মোহিত করেছিলো সবাইকে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: