বলিউড অভিনেত্রীর শ্রদ্ধা কাপুরের রুপালি পর্দায় ইমেজ অনেকটা পাশের বাড়ির মেয়ের মতো-হাসিখুশি, মিষ্টি। পর্দার বাইরেও তাঁর একই ধরনের ইমেজ। কিন্তু সেই ইমেজ ভেঙে এবার সাহসী শ্রদ্ধা। ইউটিভি স্টার্সের ফটোশুটে এরকমই দেখা গেল তাঁকে- বোল্ড অ্যান্ড বিউটিফুল।
আশিকি-২’ খ্যাত এই অভিন্ত্রী বলিউডের অন্য নায়িকাদের মতো এবার হাঁটলেন কপি বা নকলের পথে। এই নকল হলো ড্রেস বা লুক নকল করা অন্য অভিনেত্রীর। এর আগে দীপিকা পাডুকোন একটি পুরস্কার অনুষ্ঠানে একই ধরনের ড্রেস পরেছিলেন। কেবল শ্রদ্ধা কাপুরের পোশাকের রঙ কালো এবং দীপিকার পোশাকের রঙ ছিল কালো।
তবে, এই নকলের ধারা বহুদিন ধরে চলছে রুপালি জগতে। ঐশ্বর্য্য রাই বচ্চন এর আগে হলিউডের এক নায়িকার পোশাক নকল করে পরেন, সেই ঐশ্বর্য্যের এক ডিজাইনার সালোয়ার কামিজের নকল করে পরে ছিলেন দীপিকা পাডুকোন। বলিউডের ফ্যাশনে সব থেকে উপরে যার নাম সেই সোনম কাপুরও এই পোশাক ও লুক নকলের থেকে দলছুট নন। এইবার সেই দলে নাম লেখালেন বলিউডের নতুন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

0 comments: