কী করেছেন তিনি? ফেসবুকে রমজান বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকের সুবিধার জন্য স্ট্যাটাসটি দেয়া হলো হুবহু। একদিনে ফেসবুকে নিজের অর্ধ নগ্ন ছবি, সেই সাথে আবার রমজানে সংযমের স্ট্যাটাস। বলাই বাহুল্য যে সব মিলিয়ে উঠেছে তীব্র বিতর্কের ঝড়। কেউ গালাগাল করছেন, কেউ একমত হচ্ছেন, আবার কেউ বলছেন এটা শুধুই নায়লার পাবলিসিটি করার কৌশল। বিষয় যাই হোক না কেন, নায়লা আদতেই জানেন কী করে সংবাদের শিরোনাম হতে হয়!
একদিকে ফেসবুকে অর্ধ নগ্ন ছবি, অন্যদিকে রমজান বিষয়ক স্ট্যাটাস দিয়ে ভীষণ সমালোচিত নায়লা নাইম!
কী করেছেন তিনি? ফেসবুকে রমজান বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকের সুবিধার জন্য স্ট্যাটাসটি দেয়া হলো হুবহু। একদিনে ফেসবুকে নিজের অর্ধ নগ্ন ছবি, সেই সাথে আবার রমজানে সংযমের স্ট্যাটাস। বলাই বাহুল্য যে সব মিলিয়ে উঠেছে তীব্র বিতর্কের ঝড়। কেউ গালাগাল করছেন, কেউ একমত হচ্ছেন, আবার কেউ বলছেন এটা শুধুই নায়লার পাবলিসিটি করার কৌশল। বিষয় যাই হোক না কেন, নায়লা আদতেই জানেন কী করে সংবাদের শিরোনাম হতে হয়!

0 comments: