Saturday, 5 July 2014

একদিকে ফেসবুকে অর্ধ নগ্ন ছবি, অন্যদিকে রমজান বিষয়ক স্ট্যাটাস দিয়ে ভীষণ সমালোচিত নায়লা নাইম!




নায়লা নাইমকে নিয়ে আলোচনার সমালোচনার শেষ নেই। রান আউট সিনেমায় তার আইটেম গান যতটা না পরিচিতি দিয়েছে তাকে, তার চাইতে অনেক বেশি পরিচিতি কুড়িয়েছেন খোলামেলা পোশাকে ফোটো শুট করে। প্রতিদিনই নতুন নতুন বিতর্ক তৈরি করছেন নায়লা। কখনো ফেসবুকে বিতর্কিত সব ছবি দিয়ে, কখনো প্রিয় ফুটবল দলের পতাকার ঢঙে খোলামেলা পোশাক পরে, কখনো নানান রকম মন্তব্য করে। তবে এবার নায়লার একটি কাজে উঠেছে সবচাইতে বেশি বিতর্কের ঝড়।
কী করেছেন তিনি? ফেসবুকে রমজান বিষয়ক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকের সুবিধার জন্য স্ট্যাটাসটি দেয়া হলো হুবহু। একদিনে ফেসবুকে নিজের অর্ধ নগ্ন ছবি, সেই সাথে আবার রমজানে সংযমের স্ট্যাটাস। বলাই বাহুল্য যে সব মিলিয়ে উঠেছে তীব্র বিতর্কের ঝড়। কেউ গালাগাল করছেন, কেউ একমত হচ্ছেন, আবার কেউ বলছেন এটা শুধুই নায়লার পাবলিসিটি করার কৌশল। বিষয় যাই হোক না কেন, নায়লা আদতেই জানেন কী করে সংবাদের শিরোনাম হতে হয়!



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: