নিজের পরিবার বিশেষ করে বাবাকে ‘হামশলকস’ দেখতে বারণ করেছেন ইশা গুপ্তা৷ ইশা জানিয়েছেন তিনি ছবির গোটা বিষয় বস্তু জেনেই ছবিতে কাজ করেছেন৷ যদিও ‘হ্যাঁ’ বলার পিছনে প্রধান কারণ হল বড় বাজেটের কমার্শিয়াল ছবিতে এ-লিস্ট অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে কাজ করার সুযোগ৷
ইশা জানিয়েছেন, ‘সাজিদ আমাকে বলেই দিয়েছিল এই ছবিতে আমি একজন আই ক্যান্ডি আর গোটা ছবিতে সেই ভাবেই আমাকে কাজ করতে হবে৷ আমি জানি হামশকলস দিয়ে আমি সেরা অভিনেত্রীর পুরষ্কার কখনই পাবনা৷ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন কেন আমি এই ছবিতে কাজ করেছি৷ কিন্তু তাতে আমার কোন দুঃখ নেই’৷
কেরিয়ার পাকা করতেই ইশার এই পদক্ষেপ সেটা একেবারেই স্পষ্ট৷ কিন্তু পরিবারকে ছবি দেখতে বাধা দিলেন কেন? ইশা বলেন ‘ আমার পরিবার বিশেষ করে বাবাকে এই ছবি দেখতে এক্কেবারে না করে দিয়েছিলাম৷ কারণ আমি জানি ওনারা এই ছবি নিতে পারবেন না৷’
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও প্রকাশ ঝায়ের ছবি ‘চক্রব্যুহ’ দিয়ে বিটাউনে পা রেখেছিলেন ইশা৷ এরপরেও ‘জান্নাত ২’ ও ‘রাজ ৩’ তে কাজ করেছেন ইশা৷

0 comments: