Tuesday, 8 July 2014

বলিউডে সর্বাধিক বিতর্কিত ৫ চুম্বন দৃশ্য (পর্ব-২)



হলিউডের সিনেমায় চুম্বন দৃশ্য খুবই স্বাভাবিক বিষয়কিন্তু ভারতীয় উপমহাদেশের সিনেমায় চুম্বনের দৃশ্য ধারণ এখনো বেশ একটা সাহসিক ব্যাপারআর সেই চুম্বনের দৃশ্যটাকে বিশ্বাসযোগ্য ও আবেগঘন করে উপস্থাপন করাটাও আরও কঠিন দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে বলিউডের সর্বকালের সেরা চুম্বন দৃশ্যের এক তালিকাগত পর্বে জানিয়ে দেয়া হয়েছিলো তালিকার প্রথম পাঁচটিআসুন এবার জেনে নেয়া যাক সেই তালিকার বাকি ৫টির বিষয়ে:

Raja Hindustani সিনেমায় আমির খান-কারিশমা কাপুর:

রাজা হিন্দুস্থানী সিনেমায় আমির খান-কারিশমা কাপুরের চুম্বন দৃশ্যটি পর্দায় ১ মিনিটের হলেও দর্শক এখনো সেই মোহনীয় মুহূর্তের আবেশ বহন করে চলেছেএরপর অনেক সিনেমায় আমীরকে দেখা গেছে অনেক সহঅভিনেত্রীকেই চুমু খেতে কিন্তু রাজা হিন্দুস্থানী সিনেমারটাই দর্শকদের কাছে সেরাএই চুম্বন দৃশ্য এবং সিনেমা দুটোই হয়েছিলো সুপারহিট

Dayavan সিনেমায় মাধুরী এবং বিনোদ খান্না:

১৯৮৮ সালে Dayavan সিনেমায় বয়সী বিনোদ খান্নার সাথে রূপসী মাধুরীর চুম্বন দৃশ্যটি দর্শকের চোখ ছানাবড়া করে দিয়েছিলোখুবি সমালোচিত এই দৃশ্যটি মাধুরীর প্রেমিকদের হৃদয়ে কেটেছিলো গভীর দংশন, অনেকেই নিতে পারেনি প্রিয় নায়িকার এই চুম্বন দৃশ্যকিন্তু মাধুরী চরিত্রের প্রয়োজনে কখনোই কম্প্রোমাইজ করেননি

Saagar সিনেমায় ডিম্পল কাপাদিয়া ও রিশি কাপুর:

ববিসিনেমায় ডিম্পল কাপাদিয়া ও রিশি কাপুর একই সাথে অভিনয় করলেও চুম্বন দৃশ্যটা হয়তো মিস করেছিলেনকিন্তু, ‘সাগরসিনেমায় সেই সুযোগের হাত ছাড়া করেন নি পরিচালকফলে সাড়া জাগিয়েছিলো ডিম্পল কাপাদিয়া ও রিশি কাপুর এই চুম্বন দৃশ্যে অভিনয় করেমিডিয়া পাড়ায় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিলো

Satyam Shivam Sundaram সিনেমায় জিনাত আমান ও শশী কাপুর:

গ্রাম্য মেয়ে চরিত্রে জিনাত আমানকে ঝর্ণাধারায় স্নান করার সময় চুম্বন করেন শশী কাপুরএই চুম্বন দৃশ্য এতোটাই নান্দনিক হয়েছিলো যে, সে সময় পত্রিকার বিনোদন পাতায় বার বার প্রধান শিরোনামে আসেন এই জুটি

‘Karma’ ছবিতে হিমাংশু রায় ও দেবীকা রানী:

বলিউডের ১০০ বছরের ইতিহাসে এটিই ছিলো প্রথম চুম্বন দৃশ্যএই চুম্বন দৃশ্য ইন্ড্রাস্ট্রিতে হৈ চৈ ফেলে দিয়েছিলোতবে হিমাংশু রায় ও দেবীকা রানীর তাতে কোন বিকার নেই হিমাংশু রায় পর্দায় দেবীকা রানীর সহশিল্পী হলেও, বাস্তব জীবনে ছিলেন পতিদেবতাপতিদেবের ঠোঁটে ঠোঁট রাখাতে কী আর এমন এসে যায় লোকের কথায়!

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: