Tuesday, 8 July 2014

ক্যামরুন ডিয়াজের "সেক্স টেপ" আসছে এই মাসেই (ভিডিও)


আসছে Bad Teacher খ্যাত ক্যামেরুন দিয়াজ এর সেক্স টেপ। অবাক হওয়ার কিছু নেই। Bad Teacher সিনেমার পরিচালক জ্যাক ক্যাসদানই নির্মান করেছেন সেক্স টেপ।
হ্যাঁ, এটা একটা হলিউড চলচ্চিত্র। মুক্তি পাবে ১৮ জুলাই। আর বহুল আলোচিত ক্যামেরুন দিয়াজ এর সেক্স টেপ দেখার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন দর্শকরাও। এক দম্পতির নিজেদের তৈরি করা সেক্সটেপ হঠাৎ মিসিং হয়ে যায় তাদের ট্যাব থেকে।
এই গল্প নিয়েই কমেডি ধর্মী ৯০ মিনিটের এই ছবিটিতে ক্যামেরুন দিয়াজের সাথে অভিনয়ে রয়েছেন জেসন সিগেল। ইউটিউব সহ ইন্টারনেটে ছবির ট্রেলার আপলোড হওয়ার সাথে সাথে লুফে নিয়েছে দর্শকরা। চার কোটিরও বেশি দর্শক ট্রেলার দেখে ফেলেছে ইতোমধ্যে। আপনারাও অপেক্ষায় থাকুন ১৮ জুলাই এর পরই ক্যামেরুন ডিয়াজ এর সেক্স টেপ দেখার ভাগ্য মিলবে হয়তো । আপাতত ট্রেলার দেখুন-


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: