Tuesday, 8 July 2014

কেবল সাইফের কারণে নিজেকে ছোট করলেন এশা!



রূপ, গ্ল্যামার, নাচ, পারফরমেন্সের বদৌলতে বলিউডে সম্ভাবনার আলো জ্বালেন তিনি। তবে এরপর দীর্ঘ সময় ধরে কোন সিনেমাতে দেখা যায়নি এশা গুপ্তাকে। খুব বেছে বেছে কাজ করার কারণেই কম সিনেমাতে অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় অচিরেই একটি নতুন সিনেমা ‘হামশাকালস’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এশা।
‘হামশাকালস’ সিনেমাতে এশা গুপ্তার চরিত্রটি বেশ হাইলাইটেড নয় তা তিনি শুরু থেকেই জানতেন তবে সবকিছু জানার পরেও এমন একটি সিনেমার সাথে নিজেকে কেন সম্পৃক্ত করলেন এই অভিনেত্রী? তবে শুনুন, এই সিনেমাতে তার অভিনয়ের কারণ কেবল সাইফ আলী খান!
এশা জানান,সিনেমাটিতে আমি অভিনয়টাকে মুখ্য বিবেচনা করেছি, চরিত্রের গুরুত্ব না। আর বিশেষ একটা কারণ তো সাইফ আলী খান। আমি সিনেমাটি করে গর্বিত।
তবে বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে যে ছোট চরিত্র হওয়ার কারণে পরিবারকে এই ছবিটি দেখতে নিষেধ করেছেন এশা। তবে এই খবরের ভিত্তি পুরোপুরি অস্বীকার করেন তিনি। তিনি জানান তার কথাকে বিকৃত করে এই কাজ করা হয়েছে।



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: