Monday, 7 July 2014

সিনেমায় যে দৃশ্যে খোলামেলা অভিনয় করে শিল্পার সংসারে অশান্তির ঝড় ! (ভিডিও)

শিল্পা শেঠির ধর্ষণ দৃশ্যের একটি আনকার্ট ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়ে পড়ায় তার সংসারে নতুন করে ঝড় বইতে শুরু করেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভিডিওটিতে পুরো শুটিংয়ের আনকার্ট দৃশ্য রয়েছে।
তবে শিল্পার ভক্তরা দাবী করছেন, এর আগে এমন নান্দনিক দৃশ্যে এর আগে অভিনয় করতে দেখা যায়নি শিল্পাকে।
ছবির নাম ‘দ্য ডিজায়ার: এ জার্নি অব এ উইম্যান’। ভারত ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই ছবিতে শিল্পার বিপরীতে অভিনয় করেছেন চীনের খ্যাতিমান তারকা জিয়া ইউ। ছবিতে একজন নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে শিল্পাকে।
তবে অনেকে বলছেন, বড্ড বেশি খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে ফেলেছেন শিল্পা।
তবে এমন খোলামেলা অভিনয়ে একটুও আড়ষ্ট হতে দেখা যায়নি ভারত সুন্দরীকে। এদিকে গৌতমির চরিত্রে শিল্পাকে দেখে চীনের খ্যাতিমান এক চিত্রশিল্পী তো তাঁর প্রেমেই পড়ে গেছেন।
ছবিটি সম্পর্কে শিল্পা শেঠির ভাষ্য, গৌতমির পথচলাকে তুলে আনা হয়েছে ছবিতে। প্রেম কাহিনিটা চমৎকার এবং প্রেমিক-প্রেমিকার মধ্যে যে আবেগ ফুটিয়ে তোলা হয়েছে তা অসাধারণ, যেন কোনো চিত্রকর্ম। গৌতমি বেশ সাহসী একটা চরিত্র ছবিটি বর্তমানে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে।
চলতি বছরের শেষ নাগাদ এটি ভারতে মুক্তি পাবে।
ইন্টারনেট থেকে ধর্ষিত অংশের ভিডিওটি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। তবে ঐ ছবির সুইমিং ড্রেস পরা একটি আককার্ট দৃশ্য এবং যৌন আবেদনময়ী আর একটি আনকার্ট খোলামেলা দৃশ্যের ছবি ইন্টারনেটে রেখে দেয়া হয়েছে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: