২০১১ সালে প্রথম
কন্যাসন্তানের মা হন অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। তার প্রথম
সন্তানের নাম রায়া। নতুন খবর
হলো আবার মা হতে যাচ্ছেন ছোটপর্দার এক
সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
শ্রাবন্তী এখন বর্তমানে আমেরিকায় আছেন। চিকিৎসকদের তথ্যানুযায়ী, শিগগিরই তিনি তার দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন বলে জানা যায়। তার প্রথম সন্তান রায়াও আমেরিকাতেই জন্মেছে।
এনটিভির অনুষ্ঠান অধ্যক্ষ খোরশেদ আলমকে বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী শ্রাবন্তী। অভিনয়ে ফেরার আপাতত কোনো পরিকল্পনা তার নেই। স্বামী, সংসার আর সন্তান নিয়ে বেশ ভালোই সময় কাটছে বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।
ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ও মতিন রহমানের ‘রং নাম্বার’ ছবি দুটিতে অভিনয় করেন শ্রাবন্তী।
শ্রাবন্তী এখন বর্তমানে আমেরিকায় আছেন। চিকিৎসকদের তথ্যানুযায়ী, শিগগিরই তিনি তার দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন বলে জানা যায়। তার প্রথম সন্তান রায়াও আমেরিকাতেই জন্মেছে।
এনটিভির অনুষ্ঠান অধ্যক্ষ খোরশেদ আলমকে বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী শ্রাবন্তী। অভিনয়ে ফেরার আপাতত কোনো পরিকল্পনা তার নেই। স্বামী, সংসার আর সন্তান নিয়ে বেশ ভালোই সময় কাটছে বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।
ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ও মতিন রহমানের ‘রং নাম্বার’ ছবি দুটিতে অভিনয় করেন শ্রাবন্তী।

0 comments: