Wednesday, 9 July 2014

যে পাঁচটি কারণে ভেঙে যেতে পারে রণবীর-ক্যাটের বিয়ে!



বলিউডে মৌসুমটা মনে হচ্ছে বিচ্ছেদেরসম্প্রতি কারিশমা কাপুর-সঞ্জয় কাপুর, উদয় চোপড়া-নার্গিস ফাকির,ঋত্বিক রোশন-সুজানে খানদের মতো তারকাদের বিচ্ছেদের খবর বলিউডের বাতাসেএরই মধ্যে রণবীর কাপুর আর ক্যাটিনা কাইফের প্রেম এবং বিয়ের পরিকল্পনার খবরও বেশ গুঞ্জণ তুলেছেতাদের সম্পর্কের নানা টানাপড়েন ইতিমধ্যেই মিডিয়াতে এসেছেতাই বিয়ের বদলে অনেকেই তাদের মধ্যেও বিচ্ছেদের করুণ সুর বাজতে দেখছেনরণবীর-ক্যাটরিনার বিচ্ছেদের পক্ষে যথেষ্ট এমন পাঁচটি কারণ তুলে ধরেছেন বোদ্ধারা
১. নিরাপত্তাহীনতা:
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিরাপত্তাহীনতার ভোগেন ক্যাটরিনা সাহারা সময়ের এক প্রতিবেদনে বলা হয়, অনুরাগ কাশিয়াপের 'জাগা জাসুস' ছবির শুটিংয়ে যখন রণবীর শ্রীলঙ্কা যান, তখন রীতিমতো গোয়েন্দার দৃষ্টি রেখেছিলেন ক্যাটরণবীর কোথায় যান, কী করেন ইত্যাদিক্যাটরিনার এসব পদক্ষেপে অস্থির রণবীরক্যাট নাকি তাই করছেন যা রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন করতেন
২. পুরনো প্রেমের আবির্ভাব:
বলিউডে কাজের সময় একের পক্ষে অপরকে এড়িয়ে চলাটা খুব কঠিনআর তারা যদি দীপিকা আর সালমান খানের মতো তারকা হয়ে থাকেন, তবে তা প্রায় অসম্ভবরণবীর যখন দীপিকাকে নিয়ে ডেটিং করতেন, তখন ক্যাটের সম্পর্ক ছিলো সালমানের সঙ্গে দুই পক্ষের মধ্যে ভাঙন ঘটলেও ক্যাট এখনো সালমানের সঙ্গে এবং দীপিকা রণবীরের সঙ্গে ছবি করছেনকাজেই পুরনো প্রেম যে আবার মাথাচাড়া দেবে না তা বলা যায় না
৩. সহ-তারকাদের মধ্যে যুদ্ধ:
প্রেমের জুটিদের মধ্যে যখন সবার সামনে যুদ্ধ হয়, তখন তার ভবিষ্যত অন্ধকার দেখা যায়'জাগা জাসুস' ছবির শুটিংয়ে ক্যাট আর রণবীরের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হতে দেখা গেছেইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, শুটিংয়ে ক্যাট যখন খেয়াল করেন যে রণবীরের একজন স্টান্ট হৃত্বিকের 'ব্যাং ব্যাং' ছবির মতো স্টান্ট করছেনআর তখনই রণবীরের মেজাজ চড়ে যায়আরেক তারকার খবর এভাবে সবার সামনে তুলে আনাটা মোটেও ভালো লাগেনি রণবীরের
৪. বিয়ের বিষয়ে অনিশ্চয়তা :
এখনো নিশ্চিত খবর পাওয়া যায়নি রণবীর আর ক্যাটের বিয়েটা কবে কোথায় কীভাবে হতে যাচ্ছেবিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই লাভবার্ডরা ২০১৫ সালে বিয়ে করবেনইতিমধ্যে ক্যাট বলেছেন, এ খবরটি গুজবতা ছাড়া ক্যাট এই সম্পর্ককে বিষয়ে যতোটা সিরিয়াস, রণবীর নাকি ততোটাই অপ্রস্তুততিনি এতো দ্রুত নাকি বিয়ে করতেই চান না
৫. আক্ষরিক অর্থে প্লে-বয়:
দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সোনম কাপুরের সঙ্গে ডেটিং করেছেন রণবীরবেশ কয়েকজন সুন্দরী বলিউড তারকার কাছে রোমান্টিক হিরো রণবীরবর্তমানে ক্যাটের সঙ্গে সম্পর্কে স্থিরতা থাকলেও রণবীর আক্ষরিক অর্থে একজন প্লে-বয়তাই একজন প্লে-বয়ের পক্ষে কারো আঁচলের নিচে বাস করা কী আদৌ সম্ভব?



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: