তাঁর বয়স কত সেটা
জানার কোনো প্রয়োজন নেই। আর
থাকবেই বা কেন? ক্রমশ যেন আগের চাইতেও
রূপসী ও আবেদনময়ী হয়ে উঠছেন তিনি। কি,
বিশ্বাস
হচ্ছে না? তাহলে দেখুন মাধুরী
দীক্ষিতের ফেসবুক পেজে প্রকাশিত একদম আনকোরা নতুন এক ঝাঁক
ছবি। এগুলো দেখার পর আপনি স্বীকার করতে বাধ্য
হবেন যে, আসলেই তিনি মাধুরী দীক্ষিত। বর্তমানের যে কোনো নায়িকার চাইতেও অধিক
আকর্ষণীয় তিনি আজও। আসুন,
দেখি
মাধুরীর সেই দারুণ ছবিগুলো।




0 comments: