বলিউডে নাম লিখিয়েছেন মাত্র দুবছর আগে, এর মধ্যেই অসংখ্য ভক্ত পকেটে পুরেছেন বরুণ ধাওয়ান। এই ভক্তদের বেশিরভাগই মেয়ে। আর এই ভক্তদের উদ্দেশ্য করেই এ অভিনেতা জানালেন তার প্রেমের সম্পর্কের কথা। তিনি নাকি এখনও সিঙ্গেল আর প্রেম করার মতো তেমন সময়ও নেই তার হাতে।
পর পর তিনটি ছবিতেই তাকে রোমান্টিক হিরো হিসেবেই দেখা গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ললনাই আসেনি তার বাস্তব জীবনে! কিছুদিন ধরে বরুণের সঙ্গে তার পারিবারিক বান্ধবী নাতাশার প্রেম গুজবের কথা বাতাসে ভাসছে। শুধু তাই নয় বরুণের কাছের বান্ধবী অভিনেত্রী আলিয়া ভাটও নাকি ঈর্ষা করেন নাতাশাকে।
কিন্তু ২৭ বছর বয়সী এ অভিনেতা বলেন, ‘এটা সত্য যে আমার অনেক মেয়ে বন্ধবী আছে, কিন্তু তারা আমার প্রেমিকা নয়। আর প্রেমের কথা যদি বলি বলব আমার এখনও সে সময় হয়ে ওঠেনি।’
পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ কিছুদিন আগেই বাবার পরিচালিত ‘ম্যায় তেরা হিরো‘ ছবিটি করেছেন। আর তার এমন প্রেমের গুজব নিয়ে তার বাবার পতিক্রিয়া জানতে চাওয়া হলে বরুণ বলেন, ‘সে মোটেও এসব নিয়ে মাথা ঘামাননা। আমার বাবা আমার প্রতি মোটেও কঠোর নন। সেই আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

0 comments: