Friday, 11 July 2014

গ্ল্যামার ম্যাগাজিন কেটি হোমসের “টপলেস” ফটোশুট (দেখুন ছবিতে)



৩৫ বছর বয়সেও যেন চির যৌবনা তিনি। রূপ এবং অভিনয় দক্ষতা দিয়ে হলিউডের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে এখনো নিজের অবস্থান দৃঢ়তার সাথেই ধরে রেখেছেন। তবে আরো একবার যেন প্রমাণ করলেন ৩৫ বছর বয়সেও তার আবেদন কমেনি এতোটুকুও।
জনপ্রিয় ম্যাগাজিন গ্ল্যামার’এর আগস্ট সংখ্যার প্রচ্ছদের জন্য ৩৫ বছর বয়সী এই রূপসী অভিনেত্রী নিজেকে অন্যভাবে উপস্থাপন করলেন ক্যামেরার সামনে। এই ম্যাগাজিনের প্রচ্ছদে “টপলেস” ফটোশুটে অংশগ্রহণ করে আরও একবার চলে এলেন খবরের শিরোনামে।





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: