এক বছর আগে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই হয়েছিল দুই হৃদয়ের মিলন। এক বছর বাদে ফিরে এলো সেই ইতিহাস। ৬ জুলাই বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই আবারও দুজনে এলেন কাছে। শুধু তাই নয়, সাংবাদিকদের সালমান জানালেন, শাহরুখ ভালো মানুষ। তিনি খুবই পছন্দ করেন তাঁকে।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে সালমানের কথার ধরণে।
এ দিন ইফতার পার্টিতে শাহরুখের কিছুটা আগেই পৌছান সালমান। আধ ঘণ্টা পর শাহরুখ পৌছান পার্টিতে। দুজনের চোখাচোখি হতেই এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ হালকা মেজাজে কথাবার্তাও চলে। সালমানের বাবা সেলিম খানের পাশেই বসেছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন পৃথ্বীরাজ চৌহান ও সুশীলকুমার শিন্ডে। পার্টি থেকে বেরোনোর সময় সাংবাদিক, ফটোগ্রাফাররা ঘিরে ধরেন সালমানকে। শাহরুখের ব্যাপারে জানতে চাইলে সালমন বলেন, "শাহরুখ খুব ভালো ছেলে, আমি ওকে খুব পছন্দ করি।"
আর এই মন্তব্য নিয়েই বলিউডে ঝড়। মানে কি এমন মন্তব্যের? আরেকজন নায়ক সম্পর্কে এমন মন্তব্য করলেন সাল্লু যেন শাহরুখ খুব সাধারণ কেউ, কিংবা সাল্লুর এক সাধারণ ফ্যান। ইচ্ছা করেই কি শাহরুখকে ছোট করতে চাইলেন সাল্লু?

0 comments: