অর্ধেক রাত পার হওয়ার পর প্রতিদিন কার্টার রোডের একটি ডুপ্লেক্স বাংলোতে কয়েকটি গাড়ি আসে এবং সূর্য ওঠার পর বেরিয়ে যায়। আর দোতলার একটি অফিস কক্ষে সারা রাতই বাতি জ্বলে। আশপাশের বাসিন্দাদের জন্য বিষয়টি রহস্যময় হলেও বাড়ির মালিক আমির খানের জন্য নয়।
এর আগে ২০১২ সালে 'ধুম ৩' ছবিটি করার আগে এভাবেই প্রতিরাতে আমিরের বাসায় আসতেন আদিত্য চোপড়া। সারা রাত ধরে চলত আমির ও আদিত্যের আলোচনা।
একই ঘটনা ঘটেছে আবার, রাজকুমার হিরানির দুই ছবি, 'থ্রি ইডিয়টস' ও 'পি কে'র ক্ষেত্রেও। আমির কখনোই নিজের অভিনীত ছবি নিয়ে কথা বলতে পছন্দ করেন না। তাই এই রাত-বিরাতের 'বিশেষ আলোচনা'টা কার সঙ্গে সে বিষয়ে কোনো সূত্রই কারো কাছে নেই। আলোচনার ধরণ ও সময় বিবেচনা করে আন্দাজ করা যায় অবশ্যই বড় কোনো ছবি হবে, তা না হলে এভাবে রহস্য করতেন না আমির।

0 comments: