Tuesday, 15 July 2014

যৌনতায় ভরা 'হেট স্টোরি টু ' সিনেমার প্রচারে না করলেন কাপিল শর্মা


নিজের রিয়েলিটি শো’র মাধ্যমে ‘হেট স্টোরি টু’ এর প্রচার নাকচ করে দিলেন কমেডিয়ান কাপিল শর্মা। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জান গিয়েছে যে, কাপিল শর্মা প্রাপ্তবয়স্ক অর্থাৎ ‘এ’ সার্টিফিকেট প্রাপ্ত সিনেমার প্রচার করতে দিতে চাননা নিজের জনপ্রিয় টিভি শো ‘কমেডি নাইটস উইথ কাপিল’ এর মাধ্যমে।
গত বছর সানি লিওন অভিনীত ‘জ্যাকপট’ সিনেমাটির প্রচারের ক্ষেত্রেও না করে দেন কাপিল শর্মা। ‘সেক্স’ নিয়ে খুব বেশি আলোচনা করতে তিনি একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাই এই শো’টির মাধ্যমে কোনভাবেই যৌনতায় ভরা সিনেমার প্রচার করাতে তিনি রাজী নন।
এছাড়াও এই শো’টি খুব জনপ্রিয় ‘ফ্যামিলি’ শো তাই কোন এমন কিছু বিষয় কাপিল তার শো এর মাধ্যমে দেখাতে চান না যাতে সমগ্র পরিবার মিলে শো’টি না দেখতে পারেন। এই কারণে টেলিভিশন অভিনেতা জয় ভানুশালী এবং সুরভিন চাওলা অভিনীত ‘হেট স্টোরি টু’ সিনেমার প্রচারের জন্য ‘কমেডি নাইটস উইথ কাপিলে’র মঞ্চ ছেড়ে দিতে না করে দিয়েছেন কাপিল শর্মা।
তবে এই প্রসঙ্গে প্রশ্ন উঠেছে যে সানি লিওন অভিনীত ‘রাগিণী এমএমএস টু’ সিনেমাটি এই শো’র মাধ্যমে কেন প্রচার করতে দিয়েছিলেন। যদিও এই কোন বিষয়ে কাপিল শর্মা এখনও কোন মন্তব্য করতে চাননি।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: