Tuesday, 15 July 2014

গাজায় ইসরাইলের আক্রমণ নিয়ে নায়লা নাঈম কী ভাবছেন?


এ সময় সবচাইতে আলোচিত এবং হৃদয় বিদারক বিষয়য়ে পরিণত হয়েছে গাজায় ইসরাইলের অতর্কিত আক্রমণ। হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছেন প্রতিদিন। আর এই হৃদয়স্পর্শী পরিস্থিতিতে থেমে নেই দেশ বিদেশের সাধারণ জনগন।
প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রোধে ফেটে পড়ছেন তারা। গাজায় ইসরাইলের এমন আগ্রাসন প্রভাব ফেলে বাংলাদেশের অন্যতম আলচিত-সমালোচিত তারকা নায়লা নাঈমকেও।
এ বিষয়ে সম্প্রতি তিনি তার ফেসবুক একাউন্টে লেখেন-
গাজায় ইসরায়েলি এমন অতর্কিত আগ্রাসনে আমি ব্যথিত, আর এই আগ্রাসন থেকে নিরীহ শিশু, মহিলা ও বৃদ্ধ কেউই বাদ যাচ্ছেন নারাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক মানদণ্ডের দিক থেকে বিবেচনা করলে এই ধরনের আগ্রাসন একেবারেই অযৌক্তিকগাজায় নিরীহ মানুষগুলোর জীবন বাঁচাতে তাৎক্ষনিকভাবে মানব কল্যাণে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসা উচিত এবং গাজায় এই গণহত্যা থামাতে আমাদের সোচ্চার হওয়া উচিত।”

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: