Tuesday, 15 July 2014

সাইজ জিরো ফিগারে দারুণ আকর্ষণীয় সোনাক্ষি, দেখুন সাম্প্রতিক ফোটোশুট


হিন্দুস্তান টাইমস সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষি সিনহা বলেছিলেন, অতিরিক্ত ওজন নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। আর যারা তাঁর মোটা শরীর নিয়ে লেখালেখি করেন তাদের পাত্তাই দেন না এই রূপসী অভিনেত্রী। তার এমন মন্তব্য থেকে সবাই ধরেই নিয়েছিল অন্যদের মতো জিরো ফিগারের ক্রন্দনে ভাসবেন না তিনি। কিন্তু বলিউডে নিজের অবস্থান ধরে রাখতে একেবারে ঝরিয়ে ফেললেন ৩০ পাউন্ড! তবে বাড়তি ওজন ঝরিয়ে আগের থেকে হয়ে উঠেছেন আকর্ষণীয় এবং দীপ্তিময়।
তবে নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে আপনার পছন্দের লাস্যময়ী এই অভিনেত্রীকে। সম্প্রতি ৩০ পাউন্ড ওজন কমানো পর তার এই নতুন রূপটি ক্যামেরাবন্দী করেন এই অভিনেত্রী। চলুন তবে দেখে নেই সোনাক্ষি সিনহার জিরো ফিগারের সেই অদেখা ছবিগুলো।








SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: