Monday, 14 July 2014

হবু শাশুড়ির সঙ্গে নৈশভোজে ক্যাটরিনা


রণবীর কাপুরের সঙ্গে প্রেমটা হালকা হতে গেলেই মজবুত করে ফেলছেন ক্যাটরিনা কাইফ। কয়েকদিন আগে গুঞ্জন ছড়িয়েছে, রণবীর নাকি আপাতত পাত্তা দিচ্ছেন না ক্যাটকে। ছবির কাজেই ডুবে থাকতে চান ঋষি কাপুর-নিতু সিং দম্পতির ছেলে। এ কারণে হাওয়ায় ভেসে বেড়াতে থাকে, আরেকটি প্রেমের ভাঙন হলো বলে!
কিন্তু সব গুজব উড়ে গেলো এক রাতে। হবু শাশুড়ি নিতু সিংকে নিয়ে মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলে বিলাসবহুল এক রেস্তোরাঁয় নৈশভোজ করেছেন ক্যাটরিনা। একই টেবিলে রণবীর আর তার বন্ধু পরিচালক অয়ন মুখার্জিকেও দেখা গেছে বলে জানান হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা।
রণবীরের জীবনে শৈশব থেকে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী নিতু সিং। বিয়ের পর কাপুর জুনিয়রের নতুন জীবনের মহারানী হতে গেলে শাশুড়ির পরামর্শ ক্যাটরিনার চাই-ই চাই। মা না চাইলে যে রণবীরের ঘরণী হতে পারবেন না, তা ভালো করেই জানেন তিনি।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: