তার বর্তমান প্রেমিকা দীপিকার যদি সাবেক প্রেমিক রণবীর কাপুরের প্রতি বিদ্বেষ না থাকে দুজনে যদি এখনো একইসাথে অভিনয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পরক বজায় রাখতে পারলে রণভীর সিং কেন পারবেন না? জোয়া আখতারের আপকামিং সিনেমায় আনুশকার সাথে সম্পর্ক বিচ্ছেদের পর প্রথমবারেরে মতো একসাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন আনুশকা-রণভীর। তবে কি নতুন করে পুরানো প্রেম আবার মাথা চাড়া দিয়ে উঠল। না হলে এমনটি করবেন কেন রণভীর সিং?
সিনেমার পুরো টিম নিয়ে পরিচালক জোয়া আখতার এখন অবস্থান করছেন ইস্তানবুলে। কিছুদিন আগে সিনেমার শুটিংয়ের ফাঁকে টুইটারে স্নানের পরবর্তী সমেয়ের ছবি আপলোড করে বেশ আলচনা সৃষ্টি করেন প্রিয়াংকা চোপড়া। সিনেমাতে রণভীর-আনুশকা ছাড়াও আর অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া, ফারহান আখতার, অনিল কাপুর, রাহুল বোস এবং শেফালি শাহ প্রমুখ।
মিডিয়া যখন মুখরিত
দীপিকা-রণভীরের প্রেমের কাব্য নিয়ে ঠিক সেই সময় জানা যায় জোয়া আখতারের দিল ধারকানে দো সিনেমায় আনুশকার সাথে রণভীরের জুটি
বদ্ধ হয়ার ব্যাপারটি। তবে সিনেমার শুটিং ছাড়া খুব একটা কাছাকাছি দেখা যায়নি এই দুই তারকাকে, দূরত্ব বজায় রেখেই নাকি দুজন চলছেন। তবে সবাইকে অবাক
করে দিয়ে রণভীর সম্প্রতি আনুশকার সাথে
কাটানো একটি মুহূর্তের ছবি প্রকাশ করেন। যেখানে দেখা
যাচ্ছে রণভীরের কোন কথায় বেশ মজা পেয়ে হেসে কুটিকুটি হচ্ছেন আনুশকা। তবে ছবি সিনেমার কোন অংশ কিনা তা জানা
যায়নি। তবে ছবিটি দেখে এই জুটি ভক্তরা খুশি বৈকি বেজার হবেন না নিশ্চয়ই কেননা ছবিতে
দুজনকে বেশ সহজ মনে হচ্ছে।

0 comments: