Sunday, 6 July 2014

সানি লিওনের ঝড় তোলা গান 'পিঙ্ক লিপস' (ভিডিও)


এরমধ্যেই বছরের হিটলিস্টে এক নম্বরে রাগিনী এমএমএস টুর গান বেবি ডল। বর্ষা নামতেই আবার নিজের পিঙ্ক লিপস নিয়ে হাজির সানি লিওন। হেট স্টোরি টু-এর গান পিঙ্ক লিপস। গানটিতে মিউজিক দিয়েছেন মীত ব্রাদার্স অঞ্জন, লিখেছেন কুমার ও গেয়েছেন খুশবু গ্রেওয়াল। এরমধ্যেই ইউটিউব কাঁপিয়ে হিট পিঙ্ক লিপস। এই গানের সঙ্গেই ডাবল হ্যাট্রিক করলেন সানি।

সিকোয়েলে অভিনয় ও আইটেম নম্বরের। জিসম টু, রাগিনী এমএমএস টু, হেট স্টোরি টু-এর পর সানি এখন সিকোয়েল কুইন। অন্যদিকে, লায়লা, বেবি ডল আর সদ্যপ্রকাশিত পিঙ্ক লিপস দিয়ে আইটেম গার্লদের ছুটি করিয়ে দিয়েছেন সানি। অ্যাডাল্ট কমেডি মস্তিজাদেতেও দেখা যাবে সানিকে। দেখুন গানের ভিডিও

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: