Saturday, 12 July 2014

সাদাসিধে রূপ পাল্টে ভীষণ গ্ল্যামারাস শ্রদ্ধা কাপুর, দেখুন সাম্প্রতিক ফোটোশুট



বলিউডের সেনসেশনে পরিণত হয়েছেন তিনি। মহেশ ভাটের সিনেমা ‘আশিকি টু’ দিয়ে বলিউডে পা রাখেন 'ক্রাইম মাস্টার গোঁ গোঁ' কন্যা শ্রদ্ধা কাপুর। আর প্রথম সিনেমাটি ব্লকবাস্টার হিট। কাজেই একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন এই রূপসী অভিনেত্রী। শান্ত এবং বিনয়ী স্বভাবের অধিকারিনী শ্রদ্ধা যেন একেবারেই মুখোশ পাল্টে ফেললেন হয়ে উঠলেন দারুণ গ্ল্যামারাস ও আকর্ষণীয়।
কি বিশ্বাস হচ্ছে না তো? সম্প্রতি বলিউডের জনপ্রিয় ম্যাগাজিন ভোগ’র প্রচ্ছদের জন্য বেছে নেয়া হয় শ্রদ্ধা কাপুরকে। এখানেই শেষ নয় ভোগ ম্যাগাজিন ছাড়াও ‘জিকিউ’ ম্যাগাজিনের জন্য বেছে নেয়া হয় তাকে। তবে এই ফটোশুটের বিষয়বস্তু ছিল ‘লিঞ্জারি’। বিভিন্ন ডিজাইনের লিঞ্জারিতে ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন দিয়ে তাক লাগিয়ে দেন ফটোগ্রাফারের। এ যেন অন্য এক শ্রদ্ধা।








SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: