Saturday, 12 July 2014

বলিউডের ৫ তারকার সত্যিকারের পরিচয়!


ভাবছেন সানি লিওন বা অন্য কোনো বিদেশী তারকার কথা বলছি যারা কিনা সাম্প্রতিক সময়ে খুব জনপ্রিয় হয়েছেন? একদম নয়! সানি লিওন বা ক্যাটরিনা কাইফ ছাড়াও বলিউডে এমন ভারতীয় তারকা আসলেই অনেক আছেন, যারা কিনা ভারতীয় ফিল্ম স্টার হওয়া সত্ত্বেও ভারতের নাগরিক ননএবং তাঁদের অতীতের ব্যাপারে অনেক কিছু জানাও যায় নাকাগজে-কলমে তারা অন্যদেশের নাগরিক, পরিচয়টাও ঝাপসাযেমন আপনি জানেন কি, আলিয়া ভাট ও ইমরান খান পর্যন্ত ভারতের নাগরিক নন! কিংবা এটা কি জানেন যে নার্গিস ফাখরি একজন পাকিস্তানি? ক্যাটরিনার আসল পরিচয় নিয়ে যে রয়েছে বিশাল ধোঁয়াশা, সেটা কি জানেন?

আলিয়া ভাট
আলিয়া ভাট বৃটেনের নাগরিক, সেই হিসেবে বৃটিশআলিয়া অনেকদিনই বলে আসছেন, পাসপোর্ট বদলে এ-দেশের ভোটার কার্ড সংগ্রহ করবেনকিন্তু এখনও সেটা হয়ে ওঠেনিএবারও তিনি বলেছেন তিনি 'ডুয়েল সিটিজেনশিপ' বা দ্বৈত নাগরিকত্ব নেবেনকথা হলো, ভারতে যে ডুয়েল সিটিজেনশিপ ব্যবস্থা চালু নেই! অন্যদিকে পিতা মহেশ ভাট ও আলিয়ার মায়ের সম্পর্ক নিয়েও রয়েছে মস্ত বড় কিছু রহস্য
 
ইমরান খান
ইমরান খানের বাবা একজন বাঙালি, তিনি আমেরিকায় থাকেননাগরিকত্বও সেই দেশের সিলিকন ভ্যালির বাসিন্দা পিতা অনিল পালের পদবি অবশ্য ইমরান ব্যবহার করেন না, ব্যবহার করেন মায়ের পদবিইমরানের জন্ম আমেরিকার উইসকনসিনের ম্যাডিসনে সুতরাং পিতার সূত্রে এবং জন্মস্থানের নিরিখে তিনি একজন মার্কিন নাগরিক ইমরানও দীর্ঘদিন ধরে 'ভারতীয়' হওয়ার কথা বলে আসছেনযদিও বাস্তবে ভারতীয় পাসপোর্ট নেওয়ার কোনও উদ্যোগ তার মধ্যে দেখা যায়নি

নার্গিস ফাখরি
এর কাহিনিতে বেশ বড়সড় ট্যুইস্ট রয়েছেনার্গিস যে শুধু ভারতীয় নন, তাই নয় তার সঙ্গে ভারতের কোনো যোগসূত্রই নেইচমকদার তথ্যটি হলো, নার্গিস ফকরি জন্মসূত্রে পাকিস্তানিনার্গিসের মা চেক প্রজাতন্ত্রের নাগরিকবাবা পাকিস্তানেরনার্গিসের জন্ম হয়েছিল মার্কিন মুলুকের নিউ ইয়র্কে, তার পাসপোর্টটিও আমেরিকার

ক্যাটরিনা কাইফ
অনেকেই হয়তো এই নামটা আন্দাজ করে ফেলেছেনপাসপোর্টে ক্যাটরিনার নাম লেখা রয়েছে ক্যাথেরিনা তুরকোত্তেতার জন্ম হংকং-এআর পাসপোর্টের নিরিখে তিনি বৃটিশ নাগরিকইউকে-তে ক্যাটরিনার বাড়ি রয়েছেতার বোনেরাও বিদেশেই রয়েছেন কথা হলো, ক্যাটরিনার পিতৃপরিচয় সেভাবে প্রকাশ্যে আসেনিআর তার যে সাত বোনের কথা জানা যায়, তারা সম্ভবত সৎ-পিতার ঔরসজাতএই বোনেদের কয়েকজন আবার সোনালি চুলের!

জ্যাকলিন ফার্নান্ডেজ
বড় হয়েছেন বাহরাইনেযদিও তার দাবি, তিনি শ্রীলঙ্কান বংশোদ্ভূতএও জানা গিয়েছে, তার পূর্বসূরীরা (বাবার দিকে) নাকি গোয়ার মানুষআর মা কানাডা-মালয়েশিয়া মিশ্র রক্তের

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: