Thursday, 10 July 2014

খোলামেলা পোশাকে প্রস্তুত শ্রাবন্তী! (ভিডিওসহ)



বলিউডে যখন বিকিনি বেবদের জমানা, তখন কিন্তু পিছিয়ে নেই টালিউড নায়িকারাও প্রথম ছবি `চ্যাম্পিয়ন` থেকে শুরু করে `অমানুষ`, `দুজনে`, ওয়ান্টেড`-সব ছবিতেই দুষ্টু মিষ্টি নায়িকার ভূমিকায় অভিনয় করা শ্রাবন্তীও বেরিয়ে আসছেন নিজের ইমেজ ভেঙে
শ্রাবন্তীও খোলামেলা চরিত্রে অভিনয় করতে প্রস্তুত বলে তিনি জানানএ্র প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “ভাল চরিত্রের প্রয়োজনে খোলমেলা পোষাক পরতেই পারিপোষাক পরাটা তেমন কোন বিষয় নয়কে কীভাবে সেটাকে দেখছে সেটাই ইমপর্ট্যান্ট

তবে এতদিন কি নিজের প্রযোজক-পরিচালক স্বামীর আপত্তির জন্যই নিজের ইমেজে মিষ্টি ভাব ধরে রেখেছিলেন তিনি? এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, “সেরকম কিছুই না, এতদিন আমি যেই ধরণের চরিত্রে কাজ করেছি তাতে খোলামেলা পোষাক পরার দরকার হয়নিতবে এখন চরিত্রের প্রয়োজনে দরকার হলে আমার কোনও অসুবিধা নেইতাছাড়া আমার খোলামেলা সাজে মন খারাপ করাদের যদি মন ভালো হয় তাতেই আমার শিল্পী জীবনের সার্থকতাএকজন অভিনয় শিল্পীর এটাই তো চাওয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: