'বেবি ডল' সানি লিওনের 'পিঙ্ক লিপ'-এর জাদুতে বুঁদ এখন গোটা ভারত। হেট স্টোরি ২ ছবির এই গানটি চার্টবাস্টারেও এখন শীর্ষে উঠে এসেছে। শুধু কী তাই ইউটিউবে এই গানের ভিডিওটি দেখার জন্য যে উন্মাদনা রয়েছে তা শব্দে বোঝানো কঠিন। শুধু সংখাতেই তা বোঝানো সম্ভব। ইতিমধ্যে ১০ লাখেরও বেশি দর্শক এই ভিডিওটি দেখেছেন ইউটিউবে।
২ জুলাই ইউটিউবে সানি লিওনের "পিঙ্ক লিপস" গানটি আপলোড করা হয়। মীত ব্রাদার্সের সুরারোপিত এই গানের কোরিওগ্রাফি করেছেন ঊমা-গেইতি। এই গানের ভিডিওটিতে সানি লিওনকে গানের তালে তালে লাস্যময়ী নৃত্যে দেখা গিয়েছে।
সানি লিওনের যে বিপুল পরিমাণ ভক্ত রয়েছেন তা বলাই বাহুল্য। যারা বলেন শুধু পুরুষ দর্শকই সানির পরম ভক্ত তবে তার বড় ভুল করে ফেলছেন। সানির মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। রাগিনী এমএমএস ২ ছবির অতি জনপ্রিয় 'বেবি ডল' গানের সাফল্যের পর সানির মহিলা ভক্তদের সংখ্যা বেড়েছে বই কমেনি।
স্বভাবই বেশ খানিকটা চাপে ছিলেন 'পিঙ্ক লিপ' গানের কোরিওগ্রাফার ঊমা-গেইতি। কারণ বেবি জল যে সাফল্য পেয়েছে তাকে টপকানোর জন্য বড় বা অস্বাভাবিক কিছু করে দেখাতে হবে। সেই চাপটা মাথায় নিয়েই এই আইটেম গানের জন্য সানির জন্য গানটি কোরিওগ্রাফ করতে শুরু করেন এই দুই কোরিওযুগল। এমন কিছু নাচের শৈলী সানিকে দেয়া হয় যা আগে কেউ দেখেননি বা যা সানিকে সবচেয়ে ভালভাবে তুলে ধরতে পারবে। আর সেই জায়গাতে সফল ঊমা-গেইতি। এই গানটিকেই ছবির প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে। 'পিঙ্ক লিপ'-এ সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত ছবির নির্মাতারাও।
ঊমা-গেইতির কথায়, বেবি ডল গানেও সানিকে তারাই কোরিওগ্রাফ করেছিলেন। তারপর ফের পিঙ্ক লিপ গানে সানিকে কোরিওগ্রাফ করা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। এবারের টিউনিংটা অনেক বেশি গাঢ় হয়েগিয়েছিল বলেও এক বিবৃতিতে জানিয়েছেন তারা।

0 comments: