তথাকথিত কেবল “ভালো বন্ধু” ভিরাট কোহলির সাথে রোববার রাতে লন্ডনের এক হোটেলে একসাথে দেখা যায় তাদের। এইসময় আনুশকা শর্মা এবং ভিরাট কোহলি দুজনকে বেশ খোশ মেজাজেই দেখাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী জানায়, এইসময় ভিরাট এবং আনুশকা দুজনেই কালো রংয়ের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। ভারতের ক্রিকেট জাতীয়দলের অন্যান্য সদস্যরা যখন যে-যে যার-যার রুম থেকে বেড়িয়ে এসে ডিনারের জন্য নিচে নামছিলেন। ঠিক তখন এই অধিনায়ক ব্যস্ত ছিলেন আনুশকার সাথে খুনসুটিতে।
কাজেই যেখানে প্রেমিকা নয় কেবল “ভালো বন্ধু” আনুশকা রয়েছেন তারসাথে সেই মুহূর্তে যেন কোন কিছুই আর চোখে দেখলেন না ভিরাট। পুরো টিমকে খাবার টেবিলে একা ফেলে আনুশকার সাথে একান্তে খাবার উপভোগ করার জন্য বসেন একটু নির্জনে। যদিও টিমের সদস্যরা তাদের দুজনকেই সবার সাথে খেতে আমন্ত্রন জানান কিন্তু ভিরাট-আনুশকা আলাদাই বসার কথা বলে সেখান থেকে চলে যান।
নিশ্চয়ই ভাবছেন লন্ডনে কি করছেন এই দুই জুটি? আনুশকার এ মুহূর্তে থাকার কথা ইস্তানবুলে সাবেক প্রেমিক রণভীরের সাথে ‘দিল ধারাকনে দো’ সিনেমার শুটিংয়ে। তবে জানিয়ে রাখা ভালো ভিরাট কোহলি লন্ডনে অবস্থান করছেন ক্রিকেট ট্যুরের অংশ হিসেবে। আর ভিরাটের সাথে সময় কাটাতে আনুশকা জোয়ার কাছ থেকে ছুটি চেয়ে উড়ে আসেন লন্ডন।

0 comments: