সন্তানের মা হলেই হলিউডকে বিদায় জানাতে চান মিলা কুনিস। অভিনয় করে জীবিকা নির্বাহ করতে চান না তিনি। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী এখন সন্তানসম্ভবা। তার অনাগত সন্তানের বাবা হলিউড অভিনেতা অ্যাস্টন কুচার।
মা হওয়ার পর সন্তানের যত্নআত্তিতে কোনো কমতি রাখতে চান না মিলা। তাই তখন চলচ্চিত্র কিংবা ছোট পর্দায় কাজ করে সময় নষ্ট করতে ইচ্ছুক নন তিনি।
আমেরিকার ডব্লিউ সাময়িকীকে হলিউডের এই অভিনেত্রী বলেছেন, ‘আমি পরিপূর্ণ মা হতে চাই। আমি এমন মানুষ হতে চাই না যে শুধু ব্যবসার কথাই ভাববে। আমার কাছে অভিনয় সবসময়ই ছিল শখ। একপর্যায়ে এটা পেশায় পরিণত হয়েছে। কিন্তু অভিনয় করে জীবিকা নির্বাহ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত এই সিদ্ধান্ত নিয়ে মেরিল স্ট্রিপের (হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী) দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু পুরোদস্তুর মা হতে পারবো ভেবে আমি উচ্ছ্বসিত।’
মিলা কুনিস ও অ্যাস্টন কুচার ২০১২ সালের এপ্রিলে একে অপরের প্রেমে পড়েন। এ বছরের ফেব্রুয়ারিতে মিলা অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ করেন। সন্তান জন্মের পর দু’জনে বিয়ে করবেন বলেও জানিয়ে রেখেছেন।

0 comments: