Thursday, 17 July 2014

চুপিসারে বিয়ের গুজব অতঃপর সীমানার স্বীকারোক্তি


চুপিসারে বিয়ে করলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত ৪ জুন কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সীমানা নিজেই।
তিনি জানান, ২০১০ সাল থেকে তারা চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু তাদের বিয়ের বিষয়টি নিয়ে সীমানার পরিবার বারবার বাদসেধেছে। তাই তারা পরিবারকে অনেকটা উপেক্ষা করেই আইনি প্রক্রিয়ায় বিয়ের কাজ সম্পন্ন করেছেন।
সীমানা আরো জানান, বর্তমানে তারা মোহাম্মদপুরের নতুন বাসায় উঠছেন। ইতোমধ্যেই তারা তাদের বাসাটি সুন্দরভাবে গুছিয়েও নিয়েছেন। নব দাম্পত্য জীবনের অনুভূতি জানিয়ে সীমানা বলেন, 'বিয়ের মাধ্যমে আমরা আমাদের প্রেমকে সফল পরিনীতি দিয়েছি। আশা করি, আমরা আমাদের ভালোবাসাকে আজীবন অটুট রাখতে পারব।'
দুইজনের পরিচয় প্রসঙ্গে সীমানা বলেন, '২০১০ সালে পারভেজের সঙ্গে আমার পরিচয় হয়। ওই সময় আমরা দুইজনে রাজীব সরকারের 'অতিমানব' টেলিছবিতে অভিনয় করেছিলাম। এর পরপরই আমাদের প্রেমের সূত্রপাত ঘটে।'
এর আগেও বেশ ক'টি পত্রিকায় পারভেজের সঙ্গে সীমানার প্রেম নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। তবে বরাবরই তারা এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সীমানা সহাস্যে বলেন, 'তখনও আমরা বিয়ের সিদ্ধান্তে আসিনি। তাই বিষয়টি গোপন রাখতে চেয়েছি। তবে এখন তো আর গোপন রাখার কিছু নেই। সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন।'
অনেক দিন ধরে মিডিয়ায় না থাকার কারণ সম্পর্কে সীমানা বলেন, 'আমাদের বিয়ে নিয়ে উভয় পরিবারের মধ্যেই নানারকম ঝামেলা চলছিল। এসব ঝামেলার কারণেই দীর্ঘ ছয় মাস অভিনয় থেকে দূরে ছিলাম। তবে বিয়ের পর আবারো অভিনয়ে নিয়মিত হয়েছি। অন্যদিকে, পারভেজও গানে সরব হয়ে উঠেছে।'
উল্লেখ্য, কণ্ঠশিল্পী পারভেজ ঢাকায় শাহরুখ খানের কনসার্টে গান পরিবেশন করে লাইমলাইটে আসেন। অন্যদিকে, সীমানা 'দারুচিনি দ্বীপ' ছবিতে অভিনয় করে পরিচিতি লাভ করেন।



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: