Thursday, 17 July 2014

পার্টিতে হারমান-বিপাশার আপত্তিকর কাণ্ড!


হামসকলসছবিতে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডে কোনো ছবি মুক্তি পেলো বিপাশা বসুররাজ-৩এবং আত্মাছবির পর দীর্ঘ একটা বিরতি নেন তিনিতবে সম্পূর্ণ কমেডিনির্ভর ছবি হামসকলসএরই মধ্যে ভালো ব্যবসা সফলতা অর্জন করেছে
সম্প্রতি এই ছবির সফলতার একটি পার্টি আয়োজন করা হয়েছিল পরিচালক সাজিদ খানের পক্ষ থেকেপার্টিতে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী সাইফ আলী খান, রিতেশ দেশমুখ, এষা গুপ্তা প্রমুখএর বাইরেও বলিউডের আরো অনেক তারকাই পার্টিতে আমন্ত্রিত হয়ে আসেন হামসকলসটিমকে শুভেচ্ছা জানাতে
গভীর রাতের এই পার্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরই হাজির হন বিপাশাতবে একা নন, বেশ খোলামেলা পোশাকে প্রেমিক অভিনেতা হারমান বাওয়েজাকে সঙ্গে নিয়েই হাজির হন তিনিএই হারমানের সঙ্গেই চলতি বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেন বিপাশাএখন তাদের বিয়ের প্রস্তুতি চলছেতবে বিয়ের আগেই যেন চমক দেখালেন এই তারকা জুটিকরে বসলেন এমন একটা কাণ্ড যাতে সমালোচনা করছেন একেবারে কাছের মানুষেরাওকী করলেন এই তারকা জুটি?
পার্টিতে তাঁরা ঘনিষ্ঠ হয়ে বেশ কিছুক্ষণ নাচেনমদপানের পর এক সময় তাঁদের নাচের গতিও বেড়ে যায়এক সময় অদ্ভুত কাণ্ড ঘটালেন তাঁরাপার্টিতে সবার সামনেই লিপ কিস করে বসেনশুধু তাই নয়, প্রায় ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল তাদের এই লাইভ লিপ কিসহঠাৎ করে তাঁদের এমন কাণ্ডে অবাক হয়ে যান উপস্থিত সবাইকিছুক্ষণের জন্য সবকিছু নীরব হয়ে যায়শুধু বিপাশা-হারমানই এই চুমোর মাধ্যমে সবার নজর কাড়েনতবে এই ঘটনার পর তেমন বিব্রত মনে হয়নি তাঁদেরএরপর আবারও নাচতে থাকেন তাঁরা

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: