Friday, 18 July 2014

তবে কি সানির কারণেই ছবিতে কাজ করতে নারাজ রিচা?


প্রথমেরাগিণী এম এম এস ২’, তারপর টিনা অ্যান্ড লোলোআর এখন মস্তিজাদেছবিতেও কাজ করতে না করে দিলেন অভিনেত্রী রিচা চাড্ডাঅদ্ভুত ভাবে এই সবকটি ছবিতে প্রাক্তন ইন্দো কানাডিয়ান পর্নস্টার এবং বলিউডের বিখ্যাত বেবিডল সানি লিওন কাজ করছেনতবে কি সানির কারণেই সিনেমাগুলোকে না করে দিচ্ছেন এই অভিনেত্রী?
রিচা জানান যে সানির সঙ্গে তাঁর কোনো ধরনের বিবাদ নেই এবং তিনি সানির প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছেমিলাপ জাভেরীর এই সিনেমা সেক্স কমেডি কেন্দ্রিক এবং রিচা মনে করছেন না তিনি এখনই এই ধরনের ছবিতে অভিনয় করতে প্রস্তুত
ওয়ে লাকি লাকি ওয়েসিনেমার নায়িকা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, 'আমি ও আমার টিম এক্ষুনি এই ধরনের কাজের জন্য প্রস্তুত নইসানির সঙ্গে এই নিয়ে তিন নম্বর ছবি বাতিল হওয়াটা নেহাতই কাকতালীয় ঘটনা, এর অন্য কোনো কারণ নেই
তবে বিষয়টি এত সহজ বোধহয় নয়, সানির প্রতি কোনো বিরূপ মনোভাব থাকার কারণেই রিচা এই ভাবে একের পর এক ছবিতে কাজ করতে রাজি হচ্ছেন না এমনই আলোচনা চলছে বলিউডে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: