Wednesday, 4 June 2014

২ লাখ ১৬ হাজার হীরায় ঢাকা রিয়ান্না



কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্যাশন আইকন পুরস্কারটি জিতলেন গায়িকা-অভিনেত্রী রিয়ান্নাতিনি যে পুরস্কারটির জন্য পুরোপুরি যোগ্য, সাজগোজে সেটারও প্রমাণ দিলেন এই অনুষ্ঠানে

চোখ ধাঁধিয়ে দেওয়া একটি পোশাকে সেজে এসেছিলেন এই ২৬ বছর বয়সীপোশাকটি ডিজাইন করেছেন অ্যাডাম সেলম্যানচমকপ্রদ ব্যাপার হলো, পোশাকটি ২ লাখ ১৬ হাজার হীরায় খচিত

পোশাকটি এমনই পিনপিনে যে রিয়ান্নার শরীরের প্রতিটি বাক কারও চোখ এড়ায়নিপুরো পিঠ খোলা, বুকে কোনো অন্তর্বাস নেই, উজ্জ্বল ও স্বচ্ছ পোশাকটিতে তাকে অসাধারণ লাগছিল

পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় একটি হিজাবও পরেছিলেন রিয়ান্নাআর স্মোকি সাজ দিয়েছিলেন চোখে, মুখে ছিল খুবই হাল্কা মেকআপএই জমকালো সাজগোজে যখন তিনি আলোর মাঝে এলেন, পোশাকের চাকচিক্য আরও বেড়ে গেলস্বাভাবিকভাবেই হীরাগুলোও করছিল জ্বলজ্বল

আলোকচিত্রীদের সামনে দাঁড়াতেই হয়তো পশমযুক্ত একটি স্কার্ফ ব্যবহার করেছিলেন রিয়ান্না তবে উত্তেজক পোশাক হলেও তাকে দেখে কেউ কটুক্তি করতে পারেনিবরং সবার চোখ ও মন দুটোই কেড়েছেন মার্কিন এই পপতারকা

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: