Tuesday, 3 June 2014

'ক্লিওপেট্রা'র চরিত্রে অ্যাঞ্জেলিনা জোলি

ডিজনির 'ম্যালেফিশিয়েন্ট' সিনেমার পর এবার জীবনীনির্ভর 'ক্লিওপেট্রা' সিনেমায় দেখা যাবে হলিউডের আবেদনময়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে। নির্মিতব্য জীবনীনির্ভর 'ক্লিওপেট্রা' সিনেমার ক্লিওপেট্রা হবেন অ্যাঞ্জেলিনা জোলি।

এরই মধ্যে তার সঙ্গে চরিত্রটি নিয়ে আলোচনা শুরু করেছে প্রযোজনা সংস্থা টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স। 'ম্যালেফিশিয়েন্ট' তারকা নিজেই বিষয়টি স্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে জোলি বলেছেন, "বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। ভিন্ন ভিন্ন মত, নির্দেশনাও পাওয়া যাচ্ছে। তবে আলোচনা সঠিক দিকেই যাচ্ছে। ক্লিওপেট্রা বেশ জটিল চরিত্রের ছিলেন, তাই তাকে ফুটিয়ে তোলাটাও কঠিন হবে। ক্লিওপেট্রা হওয়ার প্রস্তুতি ব্যাপকভাবে শুরু করতে হবে।"

উল্লেখ্য, স্টেসি শিফের বহুল পঠিত 'ক্লিওপেট্রা : অ্যা লাইফ' অবলম্বনে নির্মিতব্য এ ছবিতে রানি ক্লিওপেট্রার উত্থান তুলে ধরা হয়েছে। চিত্রনাট্য করেছেন এরিক রথ।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: