Thursday, 5 June 2014

'সর্বকালের সেরা আবেদনময়ী' র‌্যাচেল স্টিভেনস



ব্রিটেনের পুরুষদের স্বনামধন্য পুরুষদের ম্যাগাজিন এফএইচএমের পাঠকদের ভোটে 'সর্বকালের সেরা আবেদনময়ী'র খেতাব জিতেছেন 'টপলেস' খ্যাত মডেল র‌্যাচেল স্টিভেনস  ১০০ আবেদনময়ী নারীর মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি এবারের পাঠক ভোটেও হ্যাট্রিক বা তৃতীয় বারের মতো রানার্সআপ হয়েছেন পপ গায়িকা জেনিফার লোপেজতৃতীয় স্থান অধিকার করেছেন ক্যালি ব্রুকআরেক পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স দখল করেছেন চতুর্থ স্থানশেরিল কোল আছেন পঞ্চম স্থানেকৃষ্ণসুন্দরী হল বেরি রয়েছেন ষষ্ঠ স্থানেসপ্তম স্থানে রয়েছেন জেনিফার এনিস্টনআর রুশ টেনিস তারকা আনা কুর্নিকোভা এবার রয়েছেন অষ্টম স্থানেঅন্যদিকে, ম্যাগাজিন এফএইচএমের পাঠকদের ভোটে 'সর্বকালের সেরা আবেদনময়ী'র খেতাব জয়ের আনন্দে নতুন একটি ফটো শুটও করে ফেলেছেন র‌্যাচেল কালো অন্তর্বাস এবং প্যান্টি পরা র‌্যাচেলের ওই ছবি এখন পাশ্চত্যের মিডিয়ায় হট কেকআর এফএইচএমের চলতি সংখ্যার প্রচ্ছদেও একই রঙের অন্তর্বাস পরা ছবি ছাপা হয়েছে তারউল্লেখ্য, মাত্র দুই মাস আগে সন্তান জন্ম দিয়েছেন র‌্যাচেল

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: