Friday, 6 June 2014

সময়ের পরিক্রমায় বাংলা চলচ্চিত্রের অশ্লীলতা



একটা সময় ছিল, যখন সবাই হলে গিয়ে বাংলা সিনেমা দেখতোসে সময়টা কোথায় যে পালিয়ে গেছে! এর জন্য ভীনদেশী সিনেমা বিশেষ করে হিন্দি সিনেমার সহজলভ্যতা, ডিশ অ্যান্টেনার প্রভাব সহ যতগুলো কারণ দায়ী- তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার ছোঁয়ামধ্যিখানে বেশ কিছুদিন অবশ্য ভাল কিছু সিনেমা নির্মিত হয়েছিলদর্শকরা যেতে শুরু করেছিল সিনেমা হলেসময়টা খুব বেশিদিন স্থায়ী হয়নিআবার শুরু হয়েছে অশ্লীলতাএখনকার ছবিতে আইটেম গাননা রাখলে নাকি হিট হয়না! সেই গানের কথা, নাচানাচি এতটাই অশ্লীল হয় যে-ছি:এর শেষ কোথায়? উত্তর কি জানা নেই কারও!
গ্রীষ্মের ভর দুপুরবাসের জন্য অপেক্ষাদাঁড়িয়ে ছিলাম সনি সিনেমা হলএর ঠিক সামনেইঢাকায় বসবাসরত অধিকাংশ বাংলা সিনেমার দর্শকই হলটির নাম শুনেছেনচেনেনও হয়তো ভাল করেনজর গেল দেয়ালে ঝুলে থাকা পোস্টারের দিকে ঘাম ঝরানো রোদের চেয়েও যেন রগরগে এই পোস্টার! ছবির নাম দাবাংবলিউড সিনেমা দাবাংনয় কিন্তু! এটা আজাদ খান পরিচালিত বাংলা ছবি দাবাং ছবিটির পোস্টারের হাল-ই যদি এই হয়, তাহলে এটিকে নি:স্বন্দেহে যে কেউঅশ্লীলবলতে বাধ্যএমন অশ্লীলপোস্টার গত কবছর দেখা যায়নি খুব একটা নিয়মিত দেখা যেত মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকা সহ অশ্লীল নায়িকাট্যাগ প্রাপ্তদের আমলেকেমন আছেন এখন তাঁরা! কিভাবে আছেন?
মুনমুন: পর্দায় মুনমুনের আবির্ভাব ঘটে ২০০০ সালের পর বলা চলে, তাঁর হাত ধরেই মূলত বাংলা চলচ্চিত্রে ভর করে অশ্লীলতাএকের পর এক ছবিতে তাঁর খোলামেলা উপস্থিতি সুস্থ ধারার দর্শকদের বিব্রত করতোঅথচ তাঁকেই আদর্শ মেনে তখন একই পথে হাঁটতে শুরু করেন এক ঝাঁক অভিনেত্রী একপর্যায়ে বাংলা চলচ্চিত্র থেকে নিষিদ্ধ হন তিনিনিষিদ্ধ নারীখ্যাত এই নায়িকা বাস্তব জীবনে তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও টিকেনি শেষ পর্যন্ত একটাও তাঁকে এখন খুঁজে পাওয়া মেলা ভারআগের সব নাম্বারই বন্ধতিনি নাকি এখন প্রচন্ড ধার্মিক বনে গেছেন! হিজাব ছাড়া বের হননা বাইরেনিয়মিত নামাজও পড়ছেনচলচ্চিত্র জগৎ থেকে ছিটকে যাওয়ার পর তিনি যাত্রাপালায় অশ্লীল নাচেও অংশ নিয়েছিলেনঅথচ, এখন যেন ঠিক নিজের বিপরীতেই অবস্থান নিয়েছেন এককালের পর্দা কাঁপানো অশ্লীলএই অভিনেত্রী
ময়ূরী: নব্বই দশকের শেষ দিকে প্রচন্ড হিট নায়িকা ছিলেন ময়ূরীঅশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়ে চলচ্চিত্রাঙ্গন থেকে সরে গেছেন অনেকদিন আগেএরপর ছিলেন লোকচক্ষুর অন্তরালেতাঁর ব্যবহার করা মোবাইল নাম্বারটিও বন্ধঅনেকটা হুট করেই সেদিন তাঁকে দেখা গেল যশোরের মধুমেলায় বেড়াতে বা কবির টানে নয়, মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলায় শুক্রবার তিনি এসেছেন নিউ সুপার সার্কাস পার্টিদলের একজন হিসেবেতবে তিনি কথা বলতে রাজী হননি কোনো বিষয়েইঅথচ যখন সিনেমায় নিয়মিত কাজ করতেন তিনি, তখন কাজের কাছে হার মানতো খাওয়া-ঘুমএতোটাই ব্যস্ত ছিলেনমাসের তিরিশ দিনে ৬০শিফট শ্যুটিংঅনেক দিনই নাকি তিনি ঘুমিয়েছেন গাড়িতেই, এক স্পট থেকে অন্য স্পটে শ্যুটিংয়ে যাবার সময়অশ্লীলতাই কাল হলো তাঁরহিট নায়িকা থেকে হতে হলো সার্কাস কণ্যা
এই মুনমুন, ময়ূরী ছাড়াও অশ্লীলনায়িকা ট্যাগধারী যারা যারা ছিলেন তখন, অশ্লীলতার পুরো দোষটাই কি তাদের ছিল? নাকি ওইসব ছবিগুলোর সাথে সংশ্লিষ্টদের পুরো দোষ ছিল? বিভিন্নরকম যুক্তি-তর্ক থাকতেই পারে প্রশ্নগুলোর উত্তরেতবে কেউই পুরোপুরি সাধুছিলনা, সেটা বলা যায় নি:সঙ্কোচেসে সময় দেশের চলচ্চিত্রাঙ্গনে ছিল অস্থির পরিবেশসেই পরিবেশটা ভাল হয়েছিল কিছুদিনের জন্যআবার হলো টা কী! ক্রমেই বেড়ে চলছে অশ্লীলতা অনেকেই চলচ্চিত্রে পুরোপুরি ভাবে আসার আগে থেকেই নিজের নামের পাশে অশ্লীলট্যাগটা লাগিয়ে নিচ্ছে ইচ্ছে করেইঅবশ্য, যুগ পাল্টাচ্ছেসেই সাথে পাল্টে যাচ্ছে অনেক কিছুইএখন অশ্লীলশব্দটার বদলে ব্যবহার করা হয়সাহসীশাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থাটুকটাক মডেলিং করতে শুরু করেই এখন যারা নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন, তাদের অধিকাংশই সাহসীঅভিনয়ে প্রস্তুত বলে জানিয়ে দেন মিডিয়াপাড়ায়সেটা সামনাসামনিই হোক, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই হোকযার প্রমাণ তো অসংখ্যই আছেশুধু একজনের কথাই বলি
নায়লা নাঈম: পেশায় দন্ত চিকিৎসক২০০৯ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে অলোচনায় আসেন তিনিএকজন ফ্যাশন মডেল হিসেবে, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেনপরবর্তিতে টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেন ভাইকিংসসংগীতদলের তন্ময় তানসেনের মুক্তি প্রতিক্ষিত রান আউটচলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো দেখা যাবে তাঁকে বড় পর্দায়ওফেসবুকে বেশ কিছু খোলামেলা স্থিরচিত্র প্রকাশের কারণে বারবার অনলাইন পত্রিকাগুলোর শিরোনাম হয়েছেন তিনিকেউ কেউ তাঁকে বাংলার সানি লিওন’, ‘পর্নো স্টারবলতেও ছাড়েননিএই সমালোচনার বিপরীতে লিখেছেন তিনি ফেসবুকেইআমি পর্নো স্টার নইপর্নো মুভি তো দূরের কথা, আমি কোনো নগ্ন শ্যুটও করবো নাদায় শেষ এটুকুতেই! খোলামেলা ছবি প্রকাশ করা তো কমেনি! তাঁর হট প্যান্ট, শর্ট টপস এবং বিকিনিতে তোলা বেশ কিছু ছবি সত্যিকার অর্থেই পর্নো স্টার সানি লিওনকেও হার মানায়এরই মধ্যে তাঁর করা একটি ভিডিও গান নিয়েও তোলপার হয়েছে বেশবাংলাদেশের খুব কম গানের ভিডিওতেই এমন অশ্লীলপোশাক, ‘অশ্লীলঅঙ্গভঙ্গি ব্যবহৃত হয়তাঁকে দেখলে বোঝাই যায়না সে বাংলাদেশের নাকি পাশ্চাত্যের মডেল!
নায়লা নাঈমের মতো শুধু নতুনরাই না, এখন যারা পর্দা কাঁপাচ্ছেন- তাদের মধ্যে অনেকেই বেরোতে পারছেননা অশ্লীলতার গন্ডি থেকেতাদের পোশাক, কথা বলার ধরণ, অঙ্গভঙ্গি- সবকিছুই অশ্লীলতাদের মধ্যে শীর্ষে থাকা দুজনের কথা না বললেই নয়
ববি: পুরো নাম ইয়ামিন হক ববিপ্রথমবার বড় পর্দায় আসেনখোঁজ-দ্য সার্চছবির মাধ্যমেএ পর্যন্ত বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনিদেহরক্ষীছবিটি তাঁকে চলচ্চিত্রাঙ্গনে পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেএই দেহরক্ষীতে তাঁর খোলামেলা অভিনয় বিব্রত করে সুস্থধারার দর্শকদেরকেশুধু তাই নয়, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রাজত্বছবিতেও তিনি যথেষ্ট খোলামেলা অভিনয় করেছেনদিন আগে এক পরিচালকের সঙ্গে ববির একটি অশ্লীল ভিডিও ফাঁস হয়েছে বলে গুঞ্জনও উঠেছে বেশ জোরেশোরে ভিডিওটি প্রথমে ইউটিউবে পাওয়া গেলেও কয়েক ঘন্টা পরেই তা মুছে ফেলা হয়
মাহিয়া মাহী:ভালবাসার রংছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাহীরতিনি জন্মেছেন রাজশাহী বিভাগেচলচ্চিত্রে অভিনয়ের কোনো ইচ্ছেই ছিল না তাঁরশিশুবেলা থেকে ডাক্তার হতে চেয়েছিলেনতবে, মডেলিং করার আগ্রহ ছিলসেই মাহী-ই কিনা প্রায় প্রতিটি ছবিতেই অভিনয় করে যাচ্ছেন খোলামেলা পোশাকে! জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এমনকি নায়ক বাপ্পিকে ঘিরেও ইতিমধ্যেই মিডিয়াপাড়ায় তাঁর নামে ভেসে বেড়াচ্ছে একাধিক গুঞ্জনগত ৬ মে এফডিসিতে শ্যুটিং ছিল সাফিউদ্দিন সাফি পরিচালিত বিগ ব্রাদারছবিটির সেদিনও তিনি যথেষ্ট খোলামেলা পোশাকেই শ্যুটিং করেছেন
শেষকথা- যুগের দোষ দিয়ে, বলিউড-হলিউডের দোষ দিয়ে, সময়ের চাহিদার দোষ দিয়েই কি এড়িয়ে যাওয়া যায় সবকিছু? নাইতিহাসের পাতায় পাতায়-ই তো লেখা হয়ে যাচ্ছে গল্পএই গল্পই যে একদিন কঠিন  প্রতিশোধ নেবেনা, তার কি কোনো নিশ্চয়তা আছে? ময়ূরী, মুনমুন, পলিরা কি জানতেন যে একদিন তাদেরকে আজকের এই কঠিন অবস্থানে এসে ঠেঁকতে হবে? এখনকার ববি, মাহী, নায়লারা যে একদিন ময়ূরী, মুনমুনদের অবস্থায় এসে ঠেঁকবেনা- তার নিশ্চয়তাই বা কে দেবে? এই সময়! যুগ! নাকি বলিউড-হলিউড! ভাবতে হবে এখনইদেশের চলচ্চিত্রশিল্পকে, দেশীয় সংস্কৃতিকে ভীনদেশীদের কাছে বিকিয়ে দিলে তো চলবেনানিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতেই হবেচলচ্চিত্রাঙ্গনকে সুস্থ রাখতেই হবেতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যা যা নেয়ার, যাদের যাদের নেয়ার- আশা করি তারা খুব দ্রুতই আত্ম-উপলব্ধি করতে পারবেনবাংলা চলচ্চিত্রকে অশ্লীলতার হাত থেকে, ধ্বংশের পথ থেকে বাঁচাবেন।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: