একে বলে খাল কেটে পুলিশ আনা। সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কাহিনি বলে পুলিশি তদন্তের মুখে পড়তে চলেছেন 'বে ওয়াচ' তারকা প্যামেলা অ্যান্ডারসন। কান উৎসবে পামেলা জানিয়েছিলেন যে, তিনি তার শৈশবেই শ্লিলতাহানী এবং কৈশোরে ধর্ষন ও গণধর্ষনের শিকার হয়েছিলেন। পশু-পাখি এবং পরিবেশ নিয়ে কাজ করার জন্য একটি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্বোধন করার জন্য কান-এর মঞ্চকেই বেছে নিয়েছিলেন প্যামেলা। ওই সংগঠনের তহবিল গঠনের জন্য দেয়া বক্তৃতায় তিনি তাঁর ছোট থেকে বড় হওয়ার অভিজ্ঞতা শোনান। সেখানে বলেন, মাত্র ৬ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। ১২ বছর বয়সে প্রথমবার ধর্ষিতা হন তিনি। এর পরেও তিনি ১৩ বছরে গণধর্ষতা হয়েছিলেন।
পামেলার শৈশবে ধর্ষনের ঘটনা তদন্ত করবে পুলিশ
একে বলে খাল কেটে পুলিশ আনা। সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কাহিনি বলে পুলিশি তদন্তের মুখে পড়তে চলেছেন 'বে ওয়াচ' তারকা প্যামেলা অ্যান্ডারসন। কান উৎসবে পামেলা জানিয়েছিলেন যে, তিনি তার শৈশবেই শ্লিলতাহানী এবং কৈশোরে ধর্ষন ও গণধর্ষনের শিকার হয়েছিলেন। পশু-পাখি এবং পরিবেশ নিয়ে কাজ করার জন্য একটি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্বোধন করার জন্য কান-এর মঞ্চকেই বেছে নিয়েছিলেন প্যামেলা। ওই সংগঠনের তহবিল গঠনের জন্য দেয়া বক্তৃতায় তিনি তাঁর ছোট থেকে বড় হওয়ার অভিজ্ঞতা শোনান। সেখানে বলেন, মাত্র ৬ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। ১২ বছর বয়সে প্রথমবার ধর্ষিতা হন তিনি। এর পরেও তিনি ১৩ বছরে গণধর্ষতা হয়েছিলেন।

0 comments: