Tuesday, 27 May 2014

পামেলার শৈশবে ধর্ষনের ঘটনা তদন্ত করবে পুলিশ



 একে বলে খাল কেটে পুলিশ আনাসম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কাহিনি বলে পুলিশি তদন্তের মুখে পড়তে চলেছেন 'বে ওয়াচ' তারকা প্যামেলা অ্যান্ডারসনকান উৎসবে পামেলা জানিয়েছিলেন যে, তিনি তার শৈশবেই শ্লিলতাহানী এবং কৈশোরে ধর্ষন ও গণধর্ষনের শিকার হয়েছিলেন পশু-পাখি এবং পরিবেশ নিয়ে কাজ করার জন্য একটি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্বোধন করার জন্য কান-এর মঞ্চকেই বেছে নিয়েছিলেন প্যামেলাওই সংগঠনের তহবিল গঠনের জন্য দেয়া বক্তৃতায় তিনি তাঁর ছোট থেকে বড় হওয়ার অভিজ্ঞতা শোনানসেখানে বলেন, মাত্র ৬ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি ১২ বছর বয়সে প্রথমবার ধর্ষিতা হন তিনিএর পরেও তিনি ১৩ বছরে গণধর্ষতা হয়েছিলেন

পামেলার এই ঘটনা শোনার পরই নড়েচড়ে বসেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশপামেলার বক্তব্যের সত্যতা যাচইয়ের জন্য গোটা ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারাকে জানে, এ বার ঝোলা থেকে কোনো বেড়াল বেরিয়ে আসবে কী না!

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: