হলিউডের ব্লক ব্লাস্টার হিট হ্যারি পটার সিরিজের এমা ওয়াটসন গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন। হ্যারির সবচেয়ে কাছের বন্ধু এবং অন্যতম চরিত্রে রূপদানকারী এই অভিনেত্রী আমেরিকার রোড আইল্যান্ডের বিখ্যাত ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। মাথায় হ্যাট আর গাউন পরে ছবিসহ টুইট করেছেন তিনি।
গত রবিবার যে দুই হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েট হন তাদের মধ্যে একজন ২৪ বছর বয়সী এমা ওয়াটসন। ২০০৯ সালে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন।
স্কুলে থাকা অবস্থায় জিসিএসই এবং 'এ' লেভেল পরীক্ষায় দারুণ ফলাফল করেন।
এ বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন, পড়াশোনা নিয়ে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভালো সময় কেটেছে তার। এই সময়টি মিডিয়া তাকে বিরক্ত না করায় তাদের ধন্যবাদ প্রকাশ করেন এই তারকা।
তবে হ্যারি পটার শুরু করার পর তার স্কুলের স্মৃতি তুলে ধরলেন এমা। বললেন, প্রথম দিন ক্যান্টিনে ঢোকামাত্রই সবাই আমার দিকে তাকিয়ে রইলো। আমি চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম।
২০১১ সালে এমা ওয়াটসন জানান তিনি, পড়াশোনা আপাতত বাদ দিয়ে সিনেমায় মন দেবেন। অক্টোবরে তিনি ইংরেজি পড়তে ভিজিটিং শিক্ষার্থী হিসেবে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ওয়াটসন তার শিক্ষাজীবনের পাশাপাশি সিনেমা চালিয়ে যান।
এক প্রতিবেদনে বলা হয়, টাইমসের রিচ লিস্টে তিনি ৩০ মিলিয়ন পাউন্ডের মালিক। গত বছরই কামিয়েছেন ৩ মিলিয়ন পাউন্ড। হলিউডে নিজের আসন পাকা করতে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে।

0 comments: