Thursday, 29 May 2014

গ্র্যাজুয়েশন শেষ করলেন হ্যারি পটার তারকা এমা ওয়াটসন


হলিউডের ব্লক ব্লাস্টার হিট হ্যারি পটার সিরিজের এমা ওয়াটসন গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেনহ্যারির সবচেয়ে কাছের বন্ধু এবং অন্যতম চরিত্রে রূপদানকারী এই অভিনেত্রী আমেরিকার রোড আইল্যান্ডের বিখ্যাত ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেনমাথায় হ্যাট আর গাউন পরে ছবিসহ টুইট করেছেন তিনি
গত রবিবার যে দুই হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েট হন তাদের মধ্যে একজন ২৪ বছর বয়সী এমা ওয়াটসন২০০৯ সালে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন
স্কুলে থাকা অবস্থায় জিসিএসই এবং '' লেভেল পরীক্ষায় দারুণ ফলাফল করেন
বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন, পড়াশোনা নিয়ে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভালো সময় কেটেছে তারএই সময়টি মিডিয়া তাকে বিরক্ত না করায় তাদের ধন্যবাদ প্রকাশ করেন এই তারকা
তবে হ্যারি পটার শুরু করার পর তার স্কুলের স্মৃতি তুলে ধরলেন এমাবললেন, প্রথম দিন ক্যান্টিনে ঢোকামাত্রই সবাই আমার দিকে তাকিয়ে রইলোআমি চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করলাম
২০১১ সালে এমা ওয়াটসন জানান তিনি, পড়াশোনা আপাতত বাদ দিয়ে সিনেমায় মন দেবেন অক্টোবরে তিনি ইংরেজি পড়তে ভিজিটিং শিক্ষার্থী হিসেবে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েওয়াটসন তার শিক্ষাজীবনের পাশাপাশি সিনেমা চালিয়ে যান
এক প্রতিবেদনে বলা হয়, টাইমসের রিচ লিস্টে তিনি ৩০ মিলিয়ন পাউন্ডের মালিকগত বছরই কামিয়েছেন ৩ মিলিয়ন পাউন্ডহলিউডে নিজের আসন পাকা করতে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: