Thursday, 29 May 2014

'সেক্স সিম্বল' কথাটিকে ঘৃণা করি : স্কারলেট জোহানসন


সেক্স সিম্বল' কথাটি শুনতে ঘৃণা করেন হলিউড স্টার স্কারলেট জোহানসন  প্রথম সন্তানের জন্য দিন গুণছেন ২৯ বছর বয়সী এই তারকা ও তার ফ্রেঞ্চ সাংবাদিক বন্ধু রোমেন ডরিয়াখ
নিজেকে আরো বয়স্ক দেখতে চান তিনি'আমি আর চাই না যে আমাকে সেক্সি দেখাকগ্ল্যামার ভালো লাগেকিন্তু সব সময় গ্ল্যামারাস থেকে মানুষের স্বপ্নকন্যা হয়ে থাকতে চাই না আমিতা ছাড়া চিরকাল এমনটি থাকেও না', জানালেন স্কারলেট
'দ্য অ্যাভেঞ্জার' তারকা এর আগেও বলেছিলেন, মাতৃত্ববোধ নিয়ে আমি থাকতে চাই এবং ক্যারিয়ারকে এগিয়ে নিতে চাই আর এটা আমি স্বার্থপরের মতোই চাই

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: