Monday, 26 May 2014

শাড়িতে অনবদ্য রূপে হলিউড সুন্দরী সেলেনা



হলিউডের অভিনেত্রী সেলেনা গোমেজ প্রায়ই অতি ক্ষুদ্র বা ভিন্ন ধরনের পোশাক পরে তার ভক্তদের চমকে দেনএবার তিনি সিল্কের একটি শাড়ি ও টিপ পরে তার ভক্তদের চমৎকৃত করলেনএক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে
সেলেনা এবার কমলা রঙের একটি শাড়ি ও তার সঙ্গে কপালে টিপ পরে ভারতীয় উপমহাদেশের পোশাকে সাজলেনসম্প্রতি তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে এক চ্যারিটি মিশনে নেপাল সফর করেনসেখানে তোলা একটি ছবি তিনি অনলাইনে শেয়ার করার পর লিখেছেন, ‘শাড়ি, নয় শাড়ি
প্রথমবারের মতো সেলেনাকে এবার টিপ পরা অবস্থায় দেখা গেল
সম্প্রতি সেলেনা জাস্টিন বিবারের সঙ্গে তার প্রেম ও বিরহ নিয়ে বেশ আলোচনায় আছেন জাস্টিন বিবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেলেও সেলেনা চ্যারিটি কাজে কাঠমাণ্ডু সফরে রয়েছেন। 



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: