এমন অনেক মানুষ আছেন, যাদের চমক
দেওয়ার কারণে রাতারাতি সংবাদ শিরোনামে চলে আসেন। এমনই একটি ঘটনা ঘটেছে এক মডেলের সঙ্গে।
ডেইলি মেইল জানিয়েছে, মডেল ইরিনা
শায়ক সম্প্রতি এমন একটা কাজের জন্য রাতারাতি
সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। তিনি
ইস্টাগ্রামে একটি টপলেস ছবি পোস্ট করেন। এই ছবি শুধু বহুল আলোচিত হয়নি, ইরিনা
রাতারাতি রীতিমতো সেলিব্রেটি
হয়ে গিয়েছেন। জনপ্রিয়তার
হু হু করে বেড়ে যায়।

0 comments: