অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব পামেলা অ্যান্ডারসন সম্প্রতি এক
বক্তব্যে জানিয়েছেন তার ছোটবেলায় নিগৃহীত
হওয়ার দুঃখজনক কাহিনী। তিনি জানান,
মাত্র ছয় বছর বয়সে যখন অনেক কিছুই বোঝার মতো অবস্থা হয়নি, তখন
তিনি যৌন নির্যাতনের শিকার হন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া
টুডে।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘বেওয়াচ’ খ্যাত এ তারকা পামেলা অ্যান্ডারসন ফাউন্ডেশন উদ্বোধনকালে এসব কথা বলেন।
পামেলা বলেন, ‘আমার কোনো সহজ শিশুকাল ছিল না। ভালোবাসায় পরিপূর্ণ পিতামাতা থাকার পরও ছয় বছর বয়সে এক নারী বেবিসিটারের হাতে আমাকে নিগৃহীত হতে হয়।’
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘বেওয়াচ’ খ্যাত এ তারকা পামেলা অ্যান্ডারসন ফাউন্ডেশন উদ্বোধনকালে এসব কথা বলেন।
পামেলা বলেন, ‘আমার কোনো সহজ শিশুকাল ছিল না। ভালোবাসায় পরিপূর্ণ পিতামাতা থাকার পরও ছয় বছর বয়সে এক নারী বেবিসিটারের হাতে আমাকে নিগৃহীত হতে হয়।’
এ ছাড়াও পামেলা ১২ বছর বয়সে তার ধর্ষণের কথা তুলে ধরেন। আর সে সময় ধর্ষণকারী পুরুষের বয়স ছিল ২৫
বছর।
তিনি বলেন, ‘আমি এক বান্ধবীর বয়ফ্রেন্ডের বাসায় যাই। তার বড় ভাই আমাকে ‘ব্যাকগ্যামন’ শেখানোর সিদ্ধান্ত নেন, যার পরে ছিল ব্যাক মেসেজ। এর পর তা ধর্ষণে পরিণত হয়। এটি ছিল আমার প্রথম পুরুষ কর্তৃক যৌন অভিজ্ঞতা।’
এ ছাড়াও গণধর্ষণ সম্বন্ধে পামেলা বলেন, এক স্কুলবন্ধু ও তার ছয় সঙ্গী মিলে তাকে ধর্ষণ করে।
পামেলা আরও বলেন, ‘আমি পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলাম।’
প্রায় ২ শ দর্শনার্থীর সামনে এ বক্তব্য দেন পামেলা।
তিনি বলেন, ‘আমি এক বান্ধবীর বয়ফ্রেন্ডের বাসায় যাই। তার বড় ভাই আমাকে ‘ব্যাকগ্যামন’ শেখানোর সিদ্ধান্ত নেন, যার পরে ছিল ব্যাক মেসেজ। এর পর তা ধর্ষণে পরিণত হয়। এটি ছিল আমার প্রথম পুরুষ কর্তৃক যৌন অভিজ্ঞতা।’
এ ছাড়াও গণধর্ষণ সম্বন্ধে পামেলা বলেন, এক স্কুলবন্ধু ও তার ছয় সঙ্গী মিলে তাকে ধর্ষণ করে।
পামেলা আরও বলেন, ‘আমি পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলাম।’
প্রায় ২ শ দর্শনার্থীর সামনে এ বক্তব্য দেন পামেলা।


0 comments: