অবশেষে হলিউডের
অন্যতম ব্যাচেলর অভিনেতা ও পরিচালক জর্জ ক্লুনি বাগদান করলেন। জর্জ ক্লুনির বাগদত্তা আমাল
আলামউদ্দিন
একজন ব্রিটিশ আইনজীবী। তবে মিডিয়ায় অপরিচিত এ আইনজীবীর সঙ্গে হঠাৎ করে ক্লুনির এ বাগদানের খবরে
সবাই চমকে গিয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
কে এই আমাল আলামউদ্দিন? জর্জ ক্লুনির বাগদানের খবরে মিডিয়া এখন এই পরিচয় উদ্ধারে ব্যস্ত। জানা গেছে, ক্লুনির বাগদত্তার বেশ কিছু গুণ রয়েছে।
কে এই আমাল আলামউদ্দিন? জর্জ ক্লুনির বাগদানের খবরে মিডিয়া এখন এই পরিচয় উদ্ধারে ব্যস্ত। জানা গেছে, ক্লুনির বাগদত্তার বেশ কিছু গুণ রয়েছে।
বৈরুতে জন্মগ্রহণকারী
৩৬ বছর বয়সি আমাল একজন ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ও বাহরাইনের
রাজার আইন উপদেষ্টা। এছাড়া তিনি
জাতিসংঘের ড্রোন ব্যবহারসম্পর্কিত
কাউন্সিলে কাজ করেছেন। তিনি
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান
অ্যাসাঞ্জ ও ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোসেংকোর পরিচিত। এ
ছাড়াও তিনি ইংরেজি ছাড়াও ফরাসী ও আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। অক্সফোর্ডে
শিক্ষাগ্রহণকারী আমাল একজন লেখকও বটে।
তবে আমাল কোনো মিডিয়া ব্যক্তিত্ব নন এবং তার মিডিয়ায় আসার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
৫২ বছর বয়সি জর্জ ক্লুনি ১৯৮৯ সালে বিয়ে করেন অভিনেত্রী তালিয়া ব্যালসামকে। ১৯৯৩ সালে তার বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি আর বিয়ে না করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
তবে আমাল কোনো মিডিয়া ব্যক্তিত্ব নন এবং তার মিডিয়ায় আসার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
৫২ বছর বয়সি জর্জ ক্লুনি ১৯৮৯ সালে বিয়ে করেন অভিনেত্রী তালিয়া ব্যালসামকে। ১৯৯৩ সালে তার বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি আর বিয়ে না করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

0 comments: