বিশ্বব্যাপী সেলিব্রেটিরা
যেমন আয় করেন তেমনি বিলাসি জীবনযাপনেও অভ্যস্ত তারা। আর তাদের বিলাসি
জীবনের প্রমাণ পাওয়া যায় তাদের বসবাসের জন্য নির্মিত বাড়ি
দেখলেই। নিম্নে কয়েকজন সেলিব্রেটির বাড়ির বিবরন
দেয়া হল :
নীতা আম্বানি
আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস দলের মালিক নীতা আম্বানি বাড়ির নির্মান খরচ পড়েছে প্রায় চার হাজার ৫০০ কোটি টাকা। মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে অবস্থিত চার লাখ বর্গফুটের 'এন্টিলিয়া' নামের ওই বাড়ির মালিক নীতার স্বামী মুকেশ আম্বানি। তিনি পেশায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। বিশাল ওই বাড়িতে রয়েছে ১৬৮টি গাড়ি পার্কিংয়ের যায়গা। রয়েছে একাধিক সুইমিং পুল এবং যোগ ব্যায়াম কেন্দ্র। উপরে ওঠার জন্যে এই বাড়িতে রয়েছে নয়টি লিফট বা এলিভেটর।
নীতা আম্বানি
আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস দলের মালিক নীতা আম্বানি বাড়ির নির্মান খরচ পড়েছে প্রায় চার হাজার ৫০০ কোটি টাকা। মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে অবস্থিত চার লাখ বর্গফুটের 'এন্টিলিয়া' নামের ওই বাড়ির মালিক নীতার স্বামী মুকেশ আম্বানি। তিনি পেশায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। বিশাল ওই বাড়িতে রয়েছে ১৬৮টি গাড়ি পার্কিংয়ের যায়গা। রয়েছে একাধিক সুইমিং পুল এবং যোগ ব্যায়াম কেন্দ্র। উপরে ওঠার জন্যে এই বাড়িতে রয়েছে নয়টি লিফট বা এলিভেটর।
অপরাহ উইনফ্রে
জনপ্রিয় মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে প্রাসাদতুল্য বাড়িটি তেইশ হাজার বর্গফুট যায়গার উপর। 'প্রোমিজড ল্যান্ড' নামের ওই বাড়িতে চায়ের বাগান ছাড়াও রয়েছে প্রায় ৬০০ গোলাপ গাছের বাগান। বাড়িটি জর্জিয়ান স্থাপত্যের আদলে তৈরী।
জনপ্রিয় মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে প্রাসাদতুল্য বাড়িটি তেইশ হাজার বর্গফুট যায়গার উপর। 'প্রোমিজড ল্যান্ড' নামের ওই বাড়িতে চায়ের বাগান ছাড়াও রয়েছে প্রায় ৬০০ গোলাপ গাছের বাগান। বাড়িটি জর্জিয়ান স্থাপত্যের আদলে তৈরী।
শাহরুখ খান
বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়ির নাম 'মান্নাত।' বাড়িটির নির্মান খরচ না জানা গেলেও এর পরিধি দুই হাজার বর্গফুট। বাংলো ধাচের এই বাড়িতে শুটিং না থাকলে অধিকাংশ সময় কাটান কিং খান।
বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়ির নাম 'মান্নাত।' বাড়িটির নির্মান খরচ না জানা গেলেও এর পরিধি দুই হাজার বর্গফুট। বাংলো ধাচের এই বাড়িতে শুটিং না থাকলে অধিকাংশ সময় কাটান কিং খান।
হাগ হেফনার
পাশ্চাত্যের বিখ্যাত ম্যাগাজিন 'প্লবয়'-এর স্বত্তাধিকারী হাগ হেফনারের বাড়িটি বিশ্বের অন্যত্তম বিলাসবহুল বাড়ির একটি। বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলো টাইপের এই বাড়িটিতে একাধিক সুইমিং পুলসহ রয়েছে দৃষ্টিনন্দন বাগান।
পাশ্চাত্যের বিখ্যাত ম্যাগাজিন 'প্লবয়'-এর স্বত্তাধিকারী হাগ হেফনারের বাড়িটি বিশ্বের অন্যত্তম বিলাসবহুল বাড়ির একটি। বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলো টাইপের এই বাড়িটিতে একাধিক সুইমিং পুলসহ রয়েছে দৃষ্টিনন্দন বাগান।
এঞ্জেলিনা জোলি
হলিউড অভিনেতা এঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিটের বাড়িটির নাম 'হর্নেস প্যালেস।' পঞ্চদশ শতাব্দীর ধাঁচের বাড়ি এটি। সাবির সামনেই বাগান। রিচমন্ডে অবস্থিত ওই বাড়িটির নির্মান ব্যয় পড়েছিল প্রায় ১০ মিলিয়ন।
হলিউড অভিনেতা এঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিটের বাড়িটির নাম 'হর্নেস প্যালেস।' পঞ্চদশ শতাব্দীর ধাঁচের বাড়ি এটি। সাবির সামনেই বাগান। রিচমন্ডে অবস্থিত ওই বাড়িটির নির্মান ব্যয় পড়েছিল প্রায় ১০ মিলিয়ন।
আরনল্ড সোয়ার্জেনেগার
হলিউড অভিনেতা আরনল্ড সোয়ার্জেনেগার যে বাড়িতে থাকেন সেটি নয়নাভিরাম স্থাপত্যের একটি। বাটির বিশেষত্ব হচ্ছে বাড়ির উপরিভাগ এক রঙা, লাল রঙের। টালির বাড়ির অনুকরণে তৈরী এটি। বাড়িটির দাম ২০১১ সালেই নির্ধারিত হয়েছিল ২৩ মিলিয়ন মার্কিন ডলার। আরনল্ড বাড়িটির নাম রেখেছেন 'ব্রেন্টউড।'
হলিউড অভিনেতা আরনল্ড সোয়ার্জেনেগার যে বাড়িতে থাকেন সেটি নয়নাভিরাম স্থাপত্যের একটি। বাটির বিশেষত্ব হচ্ছে বাড়ির উপরিভাগ এক রঙা, লাল রঙের। টালির বাড়ির অনুকরণে তৈরী এটি। বাড়িটির দাম ২০১১ সালেই নির্ধারিত হয়েছিল ২৩ মিলিয়ন মার্কিন ডলার। আরনল্ড বাড়িটির নাম রেখেছেন 'ব্রেন্টউড।'






0 comments: