বলিউড অভিনেত্রী
আনুশকা শর্মার সঙ্গে ভারতীয় ক্রিকেটের বর্তমান ব্লু আইড বয় বিরাট কোহলির প্রেম নিয়ে যখন পেজ থ্রি সরগরম তখন অন্য ইশক এর
বোমা ফাটালেন ব্রাজিলীয় সুন্দরী ইজাবেল লেইতে। টিনসেল টাউনে নিজের জমি খোঁজায় আপাত ব্যস্ত এই তন্বী জানালেন টানা দুই বছর তিনি বিরাট কোহলির সঙ্গে ডেট করেছেন।
অবশ্য এখন ইজাবেলের সঙ্গে কোহলির প্রেম 'পুরানি কাহানি'। ধোনি বাহিনীর মোস্ট এলিজেবল ব্যাচেলরের মন এখন আনুশকায় মজেছে। কানাঘুষো শোনা যাচ্ছে বলিউডের নয়া জমানার হট নায়িকা আনুশকা শর্মার জন্মদিন পালন করতে কোহলি নাকি গতকালই যোধপুর পৌঁছেছেন।
এই শুক্রবার ইজাবেলের প্রথম বলিউড ভেঞ্চার 'পুরানি জিন্স' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহগুলোতে। শুধু কোহলি না, এর আগে কো-স্টার তনুজ ভিরওয়ানির সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও ইজাবেলার মুচমুচে প্রেম কাহিনীও হাওয়ায় ভেসেছিল কয়েক দিন।
অবশ্য এখন ইজাবেলের সঙ্গে কোহলির প্রেম 'পুরানি কাহানি'। ধোনি বাহিনীর মোস্ট এলিজেবল ব্যাচেলরের মন এখন আনুশকায় মজেছে। কানাঘুষো শোনা যাচ্ছে বলিউডের নয়া জমানার হট নায়িকা আনুশকা শর্মার জন্মদিন পালন করতে কোহলি নাকি গতকালই যোধপুর পৌঁছেছেন।
এই শুক্রবার ইজাবেলের প্রথম বলিউড ভেঞ্চার 'পুরানি জিন্স' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহগুলোতে। শুধু কোহলি না, এর আগে কো-স্টার তনুজ ভিরওয়ানির সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও ইজাবেলার মুচমুচে প্রেম কাহিনীও হাওয়ায় ভেসেছিল কয়েক দিন।

0 comments: