পুরাতন প্রেমিকা নিয়ে নিজের খামারবাড়িতে সালমান!
সালমান খান ও আজহরউদ্দিনের ঘরণী সঙ্গীতা বিজলানিকে নিয়েই। সালমানের জীবনে মেয়েদের আসা-যাওয়া লেগেই ছিল। সেই সঙ্গীতা থেকে শুরু হয়ে সোমি আলি, শিবা, সোনম, ঐশ্বর্য, ক্যাটরিনা। তবে প্রথম প্রেম সঙ্গীতাকে ভুলতে পারেননি সালমান। তাই তো যেই না খোঁজ পেয়েছেন সঙ্গীতা আবার ফিল্মে নামতে চলেছেন, সেদিন থেকেই শুরু হয়ে পুরনো প্রেমকে নতুন খাপে ফেলার ফন্দি। আর সেই ফন্দি নিয়েই পোল্যান্ড থেকে নতুন ছবি ‘কিক’-এর শ্যুটিং সেরে ফিরে আসার পরই প্ল্যান করে ফেলেছেন সপ্তাহ শেষে গোটা দিন-রাত তিনি কাটাবেন সঙ্গীতা বিজলানির সঙ্গে। তবে মুম্বাইয়ে নয়, মুম্বাই থেকে দূরে সালমান সঙ্গীতাকে নিয়ে যাবেন নিজের খামার বাড়িতে।
কিছুদিন আগেই খবর ছিল সালমান নিজের খামারে চাষ করছেন আলু, পটল, টমেটো। শোনা গেছে, সেই ক্ষেত ঘোরানোর অজুহাতেই খামার বাড়িতে সঙ্গীতাকে নিয়ে যাবার পরিকল্পনা। তবে সালমানের সঙ্গে উইকএন্ড কাটানোর খবরকে গুজব বলে উড়িয়েছেন সঙ্গীতা। শুধু জানিয়েছেন, এই সপ্তাহে তিনি পুরো সময়টাই থাকবেন দিল্লিতে, আর সঙ্গে থাকবেন তাঁর স্বামী আজহরউদ্দিন।

0 comments: