'ইয়েভাদু' সামের একটি তেলেগু ছবিতে অভিনেত্রী
শ্রুতি হাসানের একটি গানের দৃশ্যের রগরগে
দৃশ্যের ছবি ইন্টানেটে ছড়িয়ে পড়েছে। ওই
দৃশে দেখা যাচ্ছে চোলি টাইপের পোশাকে
শ্রুতির বক্ষ ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে। 'পিম্পল
ডিম্পল' শিরোনামের ওই গানের
দৃশ্য ইন্টারনেটে প্রকাশ পাওয়ায় অসম্ভব ক্ষেপেছেন শ্রুতি। তিনি মনে করছেন
তাকে অশালীনভাবে উপস্থাপন এবং তার ভাবমূর্তি নষ্ট করতেই কেউ ওই ছবি অনলাইনে প্রকাশ করেছে। ক্ষিপ্ত শ্রুতি হায়দ্রাবাদ এলাকার একটি থানায় একটি এজাহার দায়ের করেছেন। তিনি দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশকে অনুরোধ করেছেন বলেও জানা গেছে।
'ইয়েভাদু' ছবিটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেলেও ব্যবসাসফল হয়নি। তবে, ওই ছবির এই 'পিম্পল ডিম্পল' গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শ্রুতি 'রেস গুররাম' নামের অপর একটি তামিল ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত হয়েছেন।
'ইয়েভাদু' ছবিটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেলেও ব্যবসাসফল হয়নি। তবে, ওই ছবির এই 'পিম্পল ডিম্পল' গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শ্রুতি 'রেস গুররাম' নামের অপর একটি তামিল ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত হয়েছেন।

0 comments: