Sunday, 25 May 2014

রাজনীতিতে আসতে চান অ্যাঞ্জেলিনা



বিশ্বের সবচেয়ে সুন্দর ঠোঁটের অধিকারিণী যদি নিজের সুন্দর ঠোঁট দিয়ে একবারটি বলে ওঠেন, "আমাকে ভোট দিনআমি উন্নয়ন করব।" তাহলে ব্যাপারটি কেমন হয়? নানা ভারতের নির্বাচন শেষ, মোদি সরকার গোটা দেশে 'ভালো দিন' আনতে একেবারে রেডি এই ঘটনা হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়েইঅভিনয়ের পাশাপাশি বরাবর সমাজসেবার সঙ্গে যুক্ত থেকেছেন অ্যাঞ্জেলিনাএমনকি, বিয়ে না করেও ছয় বাচ্চাকে দত্তকও নিয়েছেন তিনিআর এবার নিজের সমাজসেবার মনোভাবকে লাগাতে চান নতুন কাজে
দেশের জন্য করতে চান প্রচুর কাজতাই তো সম্প্রতি জাতিসংঘের রিফিউজির উন্নয়নের সংস্থায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, "আমি রাজনীতিতে নামতে চাইসরাসরি সরকারের উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত হতে চাইআর চাই নারীরা যেন আরও বেশি করে অংশ নেয় রাজনীতিতে।"
আপাতত, অ্যাঞ্জেলিনার এই সব রাজনৈতিক চিন্তা তার অভিনীত সুপারহিট শেষ ছবি থেকেও অ্যাঞ্জেলিনার অভিপ্রায় শুনে নিন্দুকরা অবশ্য বলছেন, হলিউড থেকে তাড়া খেয়ে এখন নাকি টিকে থাকার জন্য অ্যাঞ্জেলিনা আসতে চান রাজনীতির মঞ্চে!


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: